শেষ আপডেট: 28th December 2024 09:07
দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্টে ভারতীয় ক্রিকেট দলকে লজ্জার হাত থেকে বাঁচালেন নীতিশ কুমার রেড্ডি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে রোহিত শর্মার দল। এই ম্য়াচের তৃতীয় দিন নীতিশের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এটাই নীতিশের প্রথম পঞ্চাশ রান।
ফিফটি করার পর 'পুষ্পা' স্টাইলে সেলিব্রেট করলেন নীতিশ রেড্ডি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২১ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার ক্যাঙারু পেসার মিচেল স্টার্কের বলে অফ সাইডে একটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন।
এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হয়ে মোট ৬ ইনিংস খেলেছেন নীতিশ। তবে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ঋষভ পন্থ আউট হওয়ার পর তিনি ব্যাট করতে নামে। যখন তিনি ব্যাট করতে নামছিলেন, সেইসময় ভারতীয় ক্রিকেট দল ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল। পাশাপাশি ফলো-অনের লজ্জাও ক্রমশ গ্রাস করছিল ভারতকে।
Nitish Kumar reddy PUSHPA mannerism with bat ????????#Pushpa2TheRule pic.twitter.com/15MhTJF39A
— Musugu Donga (@MusuguDhonga) December 28, 2024
এই কঠিন পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে তিনি শুধুমাত্র জুটিই বাঁধলেন না, বরং হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফলো-অনের লজ্জা থেকেও টিম ইন্ডিয়াকে বাঁচালেন। যশস্বী জয়সওয়ালের পর ভারতের প্রথম ইনিংসে তিনি আপাতত দ্বিতীয় সর্বাধিক রান করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে যশস্বী ৮২ রান করেছিলেন। ইতিমধ্যে টিম ইন্ডিয়া ৩০০ রানের চৌকাঠ স্পর্শ করে ফেলেছেন। নীতিশ ৭০ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার থেকে ভারত ১৭১ রানে পিছিয়ে রয়েছে।