শেষ আপডেট: 29th December 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো : বক্সিং ডে টেস্ট ম্য়াচের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি দুর্দান্ত পারফরম্যান্স করলেন। চতুর্থ টেস্টের তৃতীয় দিনই অজি বোলাররা ভারতীয় ব্যাটারদের সবথেকে বেশি চাপে রেখেছিল। ইতিমধ্যে নীতীশের ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে নীতীশ ১১৪ রান করেন। চতুর্থ দিন সকালেই তিনি আউট হয়ে যান। নীতীশের এই ইনিংসে ১১ চার এবং ১ ছক্কা রয়েছে। পাশাপাশি ভারতও ৩৬৯ রানে অলআউট হয়ে যায়। নীতীশের এই ইনিংসের প্রশংসা করে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজয়ওয়াড়ার সাংসদ কেসিনেনি শিবনাথ একটি বড় ঘোষণা করলেন।
তিনি জানিয়েছেন, দেশের তরুণ ক্রিকেটারদের কাছে আইকন হয়ে উঠবেন নীতীশ রেড্ডি। রাজ্য সরকারের পক্ষ থেকে তরুণ ক্রিকেটারদের বরাবরই উৎসাহ দেওয়া হয়। নীতীশও সেই তালিকায় রয়েছেন। আরও যোগ করেন যে অমরাবতীতে একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করা হবে।
দেশের তরুণ ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডিকে আরও উৎসাহিত করার জন্য অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিজয়ওয়াড়ার সাংসদ কেসিনেনি শিবনাথ ২৫ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। বর্ডার-গাভাসকার ট্রফিতে শতরানের জন্য তিনি নীতীশের প্রশংসা করেন এবং বলেন যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শীঘ্রই এই ভারতীয় ক্রিকেটারের হাতে আর্থিক পুরস্কার তুলে দেবেন।