শেষ আপডেট: 16th October 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই দুটো দলের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এরমধ্যে প্রথম টেস্ট ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে টিম ইন্ডিয়া যে কতটা শক্তিশালী, তা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পরিসংখ্যানই প্রমাণ করে।
দেশের মাটিতে টিম ইন্ডিয়া লাল বলের ক্রিকেটে যথেষ্ট হিংস্র হয়ে ওঠে। সেকারণে কিউয়ি দল আজ পর্যন্ত ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। ১৯৮৮ সালে ভারতের মাটিতে নিউজিল্যান্ড শেষবার কোনও টেস্ট ম্যাচে জয়লাভ করেছিল। ফলে ভারতের দাপট যে কতখানি বেশি, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া দেশের মাটিতে ১২ টেস্ট সিরিজ খেলেছে। এরমধ্যে ভারত ১০টি টেস্ট সিরিজে জয়লাভ করেছে। তবে বাকি দুটো সিরিজ ড্র হয়ে গিয়েছে।
২০ বছর আগে নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারতের মাটিতে সিরিজ ড্র করতে সফল হয়েছিল। সেইসময় দুটো দলের মধ্যে ২ ম্যাচের সিরিজ আয়োজন করা হয়। এই সিরিজটা কোনও দলই নিজেদের পকেটে পুরতে পারেনি। ভারতের মাটিতে নিউজিল্যান্ড মোট ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে তারা মাত্র দুটো টেস্ট ম্যাচই জিততে পেরেছে। বাকি ১৭ ম্যাচে তারা হেরে গিয়েছে। এছাড়া বাকি ১৭ ম্যাচ ড্র হয়েছে।
বৃষ্টির কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন একেবারে ভেস্তে গেল। মাঠে বল গড়ানো তো অনেক দুরের কথা, টস পর্যন্ত করা সম্ভব হল না। এই ম্যাচের টস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) করা হবে। সারাদিনই মাঠ প্লাস্টিকের চাদরে ঢেকে রাখতে হয়েছিল। কয়েকবার কানাঘুষো শোনা গিয়েছিল, এই ম্যাচ শুরু হতে পারে। কিন্তু, বেলা আড়াইটে নাগাদ প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাবা করিম ঘোষণা করেন যে প্রথমদিন আর কোনও খেলা হবে না। দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে এই ম্যাচ শুরু হবে।