শেষ আপডেট: 26th October 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: লজ্জা। এর থেকে ভাল বিশেষণ বোধহয় ভারতীয় ক্রিকেট দলের জন্য় আর কিছু হতে পারে না। আজ পর্যন্ত যে রেকর্ডের দমে টিম ইন্ডিয়া বুক চওড়া করে ঘুরে বেড়াত, সেটাই এবার হাতছাড়া হয়ে গেল। ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই ম্য়াচে তারা ১১৩ রানে জয়লাভ করেছে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। মাত্র তিন দিনের মধ্যে এই টেস্ট ম্য়াচ শেষ হয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া জিতে লাফালাফি করছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারাই ভিজে বেড়াল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা আরও একবার দুঃস্বপ্ন ডেকে আনল।
প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই কার্যত দ্বিতীয় ইনিংসে দেখতে পাওয়া গেল। একটা সময় যে ভারতীয় ব্যাটাররা গোটা বিশ্বের স্পিন বোলিংকে শাসন করতেন, আজ সেই টিম ইন্ডিয়াই স্পিন জুজুতে রীতিমতো কাঁপছে। মিচেল স্যান্টনার একাই নড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের অহংকারের ভিত।
দ্বিতীয় টেস্ট ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ২৫৯ রানে তারা অলআউট হয়ে যায়। একাই সাত উইকেট শিকার করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু, ভারত যে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়বে, সেটা কেউ কল্পনা করতে পারেনি।
প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫৬ রানে অলআউট হয়ে যায়। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৭ উইকেট শিকার করেন। রোহিত, বিরাট, ঋষভ কেউই বড় রান করতে পারেননি। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৫ রান তোলে। এরপর টিম ইন্ডিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত সিরিজ হাতছাড়া করে তাদের মান খোয়াতে হল।