শেষ আপডেট: 4th January 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মার নাম। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর কথায়, এটা চরম ভুল সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা প্রথমবার দেখছেন তিনি।
সিধুর মতে, রোহিতকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা চমকে দেওয়ার মতো। কারণ একটা দলের অধিনায়ক যদি বিনা কারণে রিজার্ভ বেঞ্চে বসে থাকে, তাহলে সেটা ভুল বার্তা দেয়। তাঁর কথায়, রোহিতকে যদি দল থেকে বের করেই দিতে হয়, তাহলে অধিনায়ক করে অস্ট্রেলিয়ায় পাঠানোর কোনও দরকার ছিল না।
নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে সিধু লিখেছেন, 'এটা আজব, এটা অদ্ভুত একটা সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনার সাক্ষী এই প্রথমবার হলাম, কোনও অধিনায়ক বাইরে বসে রয়েছে। আপনি ওর থেকে আগেই অধিনায়কত্ব কেড়ে নিতে পারতেন। কিন্তু, যদি অধিনায়কের আসনে ওকে বসানোই হয়, তাহলে এটা করা একেবারে উচিত হয়নি। কারণ ভারতীয় ক্রিকেট দলের জন্য ও অনেককিছু করেছে। সেক্ষেত্রে ফর্ম ভাল হোক কিংবা খারাপ, সিরিজের মাঝপথে বসানো একেবারে উচিত হয়নি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন অধিনায়ক দলের স্বার্থে কখনই নিজের নাম প্রত্যাহার করতে পারে না। এটা ভুল বার্তা দেয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ও যথেষ্ট সম্মান অর্জন করেছে। এই দলটার মধ্যে জেতার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। সেক্ষেত্রে এমন একটা সিদ্ধান্ত যে রীতিমতো অপমানজনক, তা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।'
যদিও শুক্রবার টস করতে এসেছে জসপ্রীত বুমরাহ বলেছিলেন যে রোহিত শর্মা নাকি দলের স্বার্থে নিজেই বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন। একথা সত্যি যে চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিতের ব্যাটে রানের খরা ছিল। পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। গোটা ব্যাপারটা নিয়ে যে যথেষ্ট জলঘোলা হচ্ছে, সেটা সকলেই দেখতে পাচ্ছেন।