শেষ আপডেট: 9th January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো : রোহিত শর্মা এবং বিরাট কোহলির সময়টা আপাতত খুব একটা ভাল যাচ্ছে না। এই কঠিন সময়ে টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটিং মহারথীর পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। তাঁর আশা, খুব তাড়াতাড়ি রোহিত এবং বিরাট নিজেদের পুরনো ফর্মে আবারও ফিরতে পারবেন। আবারও ২২ গজের লড়াইয়ে জ্বলে উঠবেন।
সম্প্রতি বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ১-৩ ব্যবধানে পরাস্ত হয়েছে। এরপরই ভারতীয় ক্রিকেট দলে রোহিত এবং বিরাটের ভবিষ্যত নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন, তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। তবে সিধু মনে করেন, রোহিত এবং বিরাটের ফর্মে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগেও এমন কঠিন পরিস্থিতি থেকে তাঁরা কামব্যাক করেছিলেন।
স্পোর্টস তক'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সিধু বললেন, 'যে মানুষটার দখলে ৮০ সেঞ্চুরি রয়েছে, ১০ হাজারের (বিরাট কোহলি) কাছাকাছি রান রয়েছে, তাকে আর আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই। ও নিজের বাড়িতে যাবে। এই ভিডিওগুলো দেখবে। বুঝতে পারবে থেকে শরীরের থেকে ব্যাটের দুরত্বটা বেশি হয়ে যাচ্ছে। তাহলেই সমস্যার সমাধান করে ফেলতে পারবে। এই একই কথা রোহিতের জন্যও আমি বলতে চাই।'
On Rohit and Virat@ImRo45 @imVkohli pic.twitter.com/tbhZEPuAgB
— Navjot Singh Sidhu (@sherryontopp) January 9, 2025
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই। রোহিতকে শুধুমাত্র নিজের ব্যাটিং টেকনিক নিয়ে আলাদা করে খাটতে হবে। ও একজন অসাধারণ ক্রিকেটার। একেবারে খাঁটি সোনা... রোহিতের সঙ্গে কতবারই বা আমার সাক্ষাৎ হয়েছে? আইপিএল টুর্নামেন্টের সময় বড় জোর ২০ মিনিট। হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ভাল পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু, টি-২০ বিশ্বকাপে এই রোহিত শর্মাই মিচেল স্টার্ককে তিনটে ছক্কা মেরেছিল। সেকথা সবাই ভুলে গেল? ও তো একজন মানুষ। যত বেশি আরও অনুশীলন করবে, ততই নিজের পারফরম্যান্স আরও ভাল করতে পারবে।'