শেষ আপডেট: 9th November 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: চার বছরের সম্পর্ক যেন এক নিমেষে ভেঙে গিয়েছে। চলতি বছর জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা ঘোষণা করেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ। কী কারণে তাঁদের বিচ্ছেদ হল, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক জল্পনা হয়েছে। অবশেষে নাতাশাই এই ব্যাপারে মুখ খুললেন।
সম্প্রতি ইটাইমস-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে নাতাশা জানিয়েছেন, হার্দিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হলেও, এই সিদ্ধান্তের কোনও প্রভাব তিনি ছেলের উপর পড়তে দেবেন না। হার্দিক এবং নাতাশা দুজনেই তাঁদের ছেলেকে বড় করবেন।
এই ডিভোর্সের খবর প্রকাশ্যে আসতেই একাধিক গুঞ্জন হাওয়ায় ভাসতে শুরু করে। অনেকেই বলেন যে নাতাশা তাঁর ছেলেকে নিয়ে পাকাপাকিভাবে সার্বিয়ায় থাকবেন। ছেলের সঙ্গে আর কখনই দেখা করতে পারবেন না হার্দিক হ্যাঁ, একথা সত্যি যে তিনি অগস্ত্যকে নিয়ে মাসখানেকের জন্য সার্বিয়া গিয়েছিলেন বটে, কিন্তু আবারও মুম্বইয়ে ফিরে এসেছেন। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে সার্বিয়ার এই মডেল অভিনেত্রী বললেন, 'আমি তো অনেকের অনেক কথাই শুনতে পাই। আমি নাকি পাকাপাকিভাবে সার্বিয়া চলে গিয়েছি। কীভাবে যাব আমি। আমার তো একটা সন্তান রয়েছে।'
তিনি স্পষ্ট করে দিয়েছেন, অগস্ত্য ভারতের স্কুলে পড়াশোনা করছে। ফলে ছেলের দিকে তাকিয়েই তিনি সার্বিয়া যেতে পারবেন না। বললেন, 'ছেলে তো এখানকার স্কুলে পড়াশোনা করে। সেক্ষেত্রে ভারত ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।'
হার্দিক এবং নাতাশা দুজনে মিলেই তাঁদের একমাত্র সন্তান অগস্ত্যকে বড় করে তুলছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ডিভোর্স হলেও হার্দিক এখনও তাঁর পরিবারেরই অংশ। আর ছেলের জন্যই তাঁকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
নাতাশা বললেন, 'আমরা (হার্দিক এবং তিনি নিজে) এখনও একই পরিবার হয়ে থাকি। আমাদের একটা সন্তান রয়েছে। আর দিনের শেষে ওই আমাদের দুজনকে এক পরিবারের সুতোয় বেঁধে রাখে। অগস্ত্য আমাদের দুজনের কাছেই থাকতে চায়। সেকারণেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। গত ১০ বছর ধরে এই একই সময় আমি সার্বিয়া ফিরে যাই।'