শেষ আপডেট: 1st October 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যটাই খারাপ। যে টেস্ট ম্যাচে প্রায় তিনদিন কোনও খেলাই হয়নি, সেটাও হারতে হল টাইগারবাহিনীকে। মাত্র ২ দিনের মধ্যে একটা গোটা টেস্ট ম্যাচ হাসতে হাসতে ৭ উইকেটে জিতল ভারতীয় ক্রিকেট দল। এমন একটা ম্যাচ যেখানে ড্র হওয়ার কথা ছিল, সেটা হাতছাড়া করে নাজমুল হোসেন শান্ত নিজেদের ভাগ্যকেই দোষারোপ করছেন।
সম্প্রতি লাহোরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু তারা যে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এভাবে মুখ থুবড়ে পড়বে, তা কেউই কল্পনাল করতে পারেননি। তবে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তারা সাত নম্বরে নেমে এসেছে। অন্যদিকে, টিম ইন্ডিয়া নিজেদের শীর্ষস্থান ধরে রাখল।
আপনাদের একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি। কানপুর টেস্টে মোট ১৭৩.২ ওভার খেলা হয়েছে। ওভারের হিসেব করলে ২ দিনও পুরো খেলা হয়নি। এরমধ্যে রয়েছে লাঞ্চ, ইনিংস ব্রেক এবং অন্যান্য বিশ্রামে সময়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও ভারতের বিরুদ্ধে হেরে বাংলাদেশের অপমানের পারদ যে আরও চড়বে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'আমরা একেবারে ভাল ব্যাটিং করতে পারিনি। যদি আমি দুটো দলের ব্যাটারদের পর্যালোচনা করি, তাহলে ভারতের প্রত্যেক ব্যাটারই ৩০-৪০ বল খেলার পর আউট হয়েছে। একজন ব্যাটারকে অন্তত বড় রান করতেই হত।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'যেভাবে অশ্বিন এবং জাড্ডু ব্যাট করল, তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু, আমাদের গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও শিকার করতে হত। দুটো ইনিংসেই আমরা যে হতশ্রী বোলিং পারফরম্যান্স করেছি, সেকারণেই আমাদের হারতে হয়েছে। আশা করব, পরের টেস্ট ম্যাচ মেহদি ভাল বল করতে পারবে।'