শেষ আপডেট: 12th October 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেঠেন মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি গতির দৌলতে সকলের নজর কেড়ে নিয়েছিলেন। সেকারণে জাতীয় ক্রিকেট দলের দরজা ইতিমধ্যে মায়াঙ্কের সামনে খুলে গিয়েছে। প্রসঙ্গত, আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট দলের হয়ে মায়াঙ্ক ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন।
মায়াঙ্ক তাঁর প্রথম ওভারটা মেডেন নেওয়ার পাশাপাশি মেহমুদউল্লাহর উইকেটও শিকার করেন। গোয়ালিয়রে তিনি ঘণ্টায় সর্বাধিক ১৪৬.৭ কিলোমিটার গতিবেগে বল করেন। অন্যদিকে, দিল্লিতে করেন ঘণ্টায় ১৪৫.৭ কিলোমিটার গতিবেগে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারেননি।
এই সিরিজে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। তিনি মায়াঙ্ক যাদবকে নিয়ে মশকরা করার চেষ্টা করেছিলেন।
ম্যাচ চলাকালীন তিনি বলেন, 'মায়াঙ্ক এখনও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারল না।' জবাবে মুরলি কার্তিক বলেন, গোটা বাংলাদেশ ক্রিকেট দল এখনও পর্যন্ত ১৫০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারল না।
প্রসঙ্গত, এই সিরিজের প্রথম ম্য়াচে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ম্য়াচে তারা ৯ উইকেটে ১৩৫ রান তোলে।
ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি ২০২৪ বর্ডার-গাভাসকার ট্রফিতে যেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে মায়াঙ্ক যাদবকে রাখা হয়। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার আর পি সিং মনে করেন, এই সিদ্ধান্তের জন্য় আরও কিছুটা সময় দেওয়ার দরকার। এখনও মায়াঙ্কের টেস্ট ক্রিকেট খেলার সময় আসেনি।