শেষ আপডেট: 13th March 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবার তৈরি হয়ে মাঠে নামছে। গত আইপিএলে (IPL) প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়েছিল দলটি। এবার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে সেই খারাপ সময় কাটিয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে তারা। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড়সড় চমক দিল মুকেশ ও নীতা অম্বানির এই ফ্র্যাঞ্চাইজি।
বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff) এবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হলেন ‘স্পিরিট কোচ’ হিসেবে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট মহলে আলোড়ন পড়ে গেছে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতেও দেখা যাচ্ছে, মুম্বইয়ের নিজস্ব ভাষায় হার্দিক, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও তিলক বর্মাদের উৎসাহ দিচ্ছেন জ্যাকি শ্রফ। সেই ভিডিওতে ধরা পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ‘বম্বাইয়া সোয়্যাগ’।
মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগের অপর নাম। সেই আবেগকে সঙ্গে নিয়েই এবার দলটি ‘Play Like Mumbai’ অর্থাৎ ‘মুম্বইয়ের মতো খেলো’ প্রচার শুরু করেছে। মুম্বইয়ের সাহসী মানসিকতা, স্বতঃস্ফূর্ত খেলার ধরণ এবং প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই করার জেদ ফুটিয়ে তুলতে দল প্রস্তুত।
ভিডিওতে দেখা যায়, দলের ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা বিশেষ নাম রেখেছেন জ্যাকি শ্রফ। হার্দিক পাণ্ড্যকে ডাকছেন ‘ভাই’, রোহিত শর্মাকে ‘বীরু’, সূর্যকুমার যাদব হয়েছেন ‘দাদা’, যশপ্রীত বুমরা হলেন ‘বস’ আর তিলক বর্মাকে ‘বান্টাই’ বলে ডাকছেন তিনি। ভিডিওতে মজার সঙ্গে সংযোজন করা হয়েছে একটি ব়্যাপ অ্যান্থেম, যেখানে কণ্ঠ দিয়েছেন স্রুষ্টি তাওড়ে, সাম্বাতা ও কাম ভারি।
Saans le lamba & shaanti coz ???????????????????? ???????????????? - aapla Spirit Coach is here! ????♂️????#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/md5fnlJKX9
— Mumbai Indians (@mipaltan) March 13, 2025
গত আইপিএলে রোহিত শর্মার জায়গায় হার্দিক পাণ্ড্যকে অধিনায়কত্ব দেওয়ার পর বেশ বিতর্ক হয়েছিল। তবে এবার হার্দিক, রোহিত, বুমরা, সূর্যকুমাররা একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, মুম্বই ইন্ডিয়ান্সকে আবার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য। জ্যাকি শ্রফের অনুপ্রেরণায় সেই লড়াই যে আরও রঙিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।