Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়াবেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্র
Mumbai Indians Vs Punjab Kings

রোহিতের মাইলফলকের ম্যাচে ছয়ের রেকর্ড, সূর্যের তেজেও ২০০ পার হল না মুম্বইয়ের

রোহিত এই ম্যাচে মোট ২৫০টি আইপিএলের ম্যাচ খেললেন। ছয় মারলেন ২২৪টি। তবে এদিনের ম্যাচে তিনি একটি বল হেলমেটে খেয়েছেন।

রোহিতের মাইলফলকের ম্যাচে ছয়ের রেকর্ড, সূর্যের তেজেও ২০০ পার হল না মুম্বইয়ের

শেষ আপডেট: 18 April 2024 21:40

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দারুণ শুরু করেও ২০০ রান পার হল না মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা (২৫ বলে ৩৬) ও সূর্যকুমার যাদব (৫৩ বলে ৭৮) ভাল খেললেও বাকিদের থেকে তেমন সহায়তা পেলেন না। মুম্বই করেছে ২০ ওভারে ১৯২/৭। 

রোহিত এই ম্যাচে মোট ২৫০টি আইপিএলের ম্যাচ খেললেন। ছয় মারলেন ২২৪টি। তবে এদিনের ম্যাচে তিনি একটি বল হেলমেটে খেয়েছেন। স্যাম কারানের ডেলিভারি হিটম্যানের হেলমেটে লাগে। তবে তারপরেই আউট হয়ে ফিরে যান রোহিত। এদিন তিনটি ছয় মারেন হিটম্যান। সূর্যের ইনিংসে রয়েছে সাতটি চার ও তিনটি ছক্কা। 

মুম্বই দলের হয়ে তারপরে তিলক ভার্মা করেছেন ১৮ বলে ৩৪ রান। কিন্তু ২০০ রান পার করতে হার্দিক পান্ডিয়া (১০), টিম ডেভিডদের (১৪) আরও ভাল খেলতে হতো। হার্দিক এবার আইপিএলে স্লথ খেলছেন, কিন্তু কোনও ম্যাচে কম রানে ফিরে যাচ্ছেন। এদিনও তাই, তিনি অধিনায়কোচিত ব্যাটিং করলে দলের রান আরও বড় হতো।

কিংস বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। পাশাপাশি স্যাম কারান দুই উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।


ভিডিও স্টোরি