শেষ আপডেট: 18 April 2024 21:40
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দারুণ শুরু করেও ২০০ রান পার হল না মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা (২৫ বলে ৩৬) ও সূর্যকুমার যাদব (৫৩ বলে ৭৮) ভাল খেললেও বাকিদের থেকে তেমন সহায়তা পেলেন না। মুম্বই করেছে ২০ ওভারে ১৯২/৭।
রোহিত এই ম্যাচে মোট ২৫০টি আইপিএলের ম্যাচ খেললেন। ছয় মারলেন ২২৪টি। তবে এদিনের ম্যাচে তিনি একটি বল হেলমেটে খেয়েছেন। স্যাম কারানের ডেলিভারি হিটম্যানের হেলমেটে লাগে। তবে তারপরেই আউট হয়ে ফিরে যান রোহিত। এদিন তিনটি ছয় মারেন হিটম্যান। সূর্যের ইনিংসে রয়েছে সাতটি চার ও তিনটি ছক্কা।
মুম্বই দলের হয়ে তারপরে তিলক ভার্মা করেছেন ১৮ বলে ৩৪ রান। কিন্তু ২০০ রান পার করতে হার্দিক পান্ডিয়া (১০), টিম ডেভিডদের (১৪) আরও ভাল খেলতে হতো। হার্দিক এবার আইপিএলে স্লথ খেলছেন, কিন্তু কোনও ম্যাচে কম রানে ফিরে যাচ্ছেন। এদিনও তাই, তিনি অধিনায়কোচিত ব্যাটিং করলে দলের রান আরও বড় হতো।
কিংস বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। পাশাপাশি স্যাম কারান দুই উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।