শেষ আপডেট: 25th December 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের উৎসবের রঙে মাতল ধোনির পরিবার। রাঁচির ফার্মহাউসে হাজির হলেন সান্তাক্লজ, সঙ্গে ছিল উপহারের ঝুলি। ছোট্ট জিভার মুখে হাসি ফুটিয়ে তুলতে এবং মুহূর্তটিকে আরও মধুর করতে সান্তার রূপে ধরা দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনির স্ত্রী সাক্ষী সিং সেই মজার মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। গ্রুপ ফটোতে ছিলেন ধোনি, তাঁর কাছের মানুষরা এবং অবশ্যই সান্তাক্লজ। কিন্তু এই সান্তাক্লজকে দেখে প্রথমে কেউ চিনতে না পারলেও একটু খেয়াল করলেই বোঝা যায়, সান্তাক্লজ আর কেউ নন, তিনি স্বয়ং ধোনি।
View this post on Instagram
মেয়ে জিভার আনন্দের জন্য সান্তার বেশ ধরতে একটুও দ্বিধা করেননি চেন্নাই সুপার কিংসের এই তারকা। পরিবার ও কাছের মানুষদের জন্য ধোনির এই ভালবাসা বারবার হৃদয় ছুঁয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতানো অব্যাহত রেখেছেন ধোনি। তবে বছরের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন তিনি।
ফার্মহাউসে পরিবারকে ঘিরে থাকা ধোনির নানা মুহূর্তের ছবি কখনও সাক্ষী, কখনও ধোনি নিজেই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এই বড়দিনে সান্তার সাজে ধোনি যেন একবারেই নতুন রূপে ধরা দিলেন, আর জিভার হাসি-ভরা মুখে সেই মুহূর্ত হয়ে উঠল আরও স্পেশাল।