শেষ আপডেট: 30th October 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে আইপিএল টুর্নামেন্ট খেলছেন। টুর্নামেন্টের ঊষালগ্ন থেকেই ধোনি চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেন। দীর্ঘদিন এই দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে।
আশা করা হচ্ছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও ধোনি চেন্নাই সুপার কিংস জার্সিতে খেলতে নামবেন। এবার ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে চেন্নাই। আসুন জেনে নেওয়া যাক, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলে কতটা বাড়ল মহেন্দ্র সিং ধোনির স্যালারি।
আইপিএল টুর্নামেন্টের প্রথম মরশুমেই চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এখনও পর্যন্ত আইপিএল টুর্নামন্টের প্রতিটা মরশুমেই তাঁকে খেলতে দেখা গিয়েছে। শোনা যায়, মুম্বই ইন্ডিয়ান্সও নাকি মহেন্দ্র সিং ধোনিকে দলে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন। কিন্তু, সচিন তেন্ডুলকরকে দলে নিতে এত বেশি টাকা খরচ হয়ে গিয়েছিল, শেষপর্যন্ত তারা আর ধোনিকে সই করাতে পারেনি। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস প্রতি বছর মহেন্দ্র সিং ধোনিকে ১২.৫ কোটি টাকা করে দিয়েছে। ২০১৪ সালের মেগা অকশনে ধোনিকে তারা রিটেন করেছিল।
২০১৮ সালে আরও একবার মেগা অকশনের আয়োজন করা হয়। সেখানে রিটেনশন তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে প্রথম স্থানে রেখেছিল চেন্নাই সুপার কিংস। ২০২২ সালে হলুদ ব্রিগেডের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন ধোনি। তাঁর সিংহাসনে বসানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস প্রতি বছর মহেন্দ্র সিং ধোনিকে ১৫ কোটি টাকা করে দিয়েছে। কিন্তু, ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে ক্যাপ্টেন কুল-কে তাঁরা রিটেনশন তালিকায় শীর্ষস্থানে রাখবে না।
ফ্র্যাঞ্চাইজির সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধোনিকে ১২ কোটি টাকা করে প্রতি বছর দেওয়া হয়েছে। তবে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে এই দলে রিটেন করা হবে। সেক্ষেত্রে ধোনির স্যালারি যে অনেকটাই কমে যাবে, তা বলাই বাহুল্য। এই মরশুমে সিএসকে তাঁকে মাত্র ৪ কোটি টাকা দিতে পারে।