শেষ আপডেট: 30th October 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করেছিল। তিনি অধিনায়ক থাকাকালীন একাধিক 'তরুণ' প্রতিভা তুলে এনেছিলেন। সেই তালিকায় নাম রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খানদের। এই তরুণ ক্রিকেটারদের তালিকায় নাম রয়েছে আরও একজন ক্রিকেটারের। তিনি হলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
ভারতীয় ক্রিকেটে সৌরভকে যথেষ্ট চড়াই-উতরাই পথ ধরে এগিয়ে যেতে হয়েছে। ২০০৮ সালের নভেম্বর মাসে নাগপুর টেস্ট খেলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ম্যাচের শেষ কয়েকটা ওভার সৌরভের হাতে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিলেন তিনি। কেন এমন করেছিলেন? ১৬ বছর পর সেকথাই ফাঁস করলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সম্প্রতি একটি টক শো-য়ে এসেছিলেন ধোনি। সেখানেই সৌরভের বিদায়ী ম্য়াচ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয়, কেন তিনি সৌরভের হাতে ক্যাপ্টেন্সি তুলে দিয়েছিলেন? জবাবে ধোনি বললেন, 'ব্যাপারটা তেমন কিছুই নয়। আমাদের দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ওঁর জন্য এর থেকে ভাল ফেয়ারওয়েল আর কিছু হতে পারত না।'
MS Dhoni On Sourav Ganguly Farwel game captaincy moment ????#MSDhoni #Dhoni @msdhoni
— Dhoni Raina Team (@DhoniRainaTeam) October 29, 2024
pic.twitter.com/PHFTH2S9qB
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ধোনির দল ৪৪১ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে অস্ট্রেলিয়া ৩৫৫ রানে আটকে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ২৯৫ রান করে। আর অজিরা ২০৯ রানে অলআউট হয়ে যায়। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ১৭২ রানে জয়লাভ করে। এই ম্য়াচের প্রথম ইনিংসে সৌরভ ৮৫ রান করলেও, দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি।
ওই অনুষ্ঠানে ধোনি আরও যোগ করলেন, 'সৌরভ তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিলেন। ফলে কয়েকটা ওভার যদি উনি ক্যাপ্টেন্সি করেন, তাহলে অসুবিধে কোথায়? এই সিদ্ধান্তের কারণে ম্যাচের ফলাফল পরিবর্তিত হচ্ছিল না। সেকারণে আমি ওঁর হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলাম।'