শেষ আপডেট: 11th February 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হচ্ছে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি বিজ্ঞাপনে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাওয়া গিয়েছে। বিজ্ঞাপন থেকেও তিনি একটি মোটা অঙ্কের টাকা উপার্জন করে থাকেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে কত টাকা পেনশন পেয়ে থাকেন 'ক্যাপ্টেন কুল'? আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) থেকে মহেন্দ্র সিং ধোনি মাত্র ৭০ হাজার টাকা পেনশন পেয়ে থাকেন। ধোনির অধিনায়কত্বে জোড়া বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। প্রথমে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ। এরপর ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির সেই বিশাল ছক্কা আজও ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে।
এখানেই শেষ নয়। মাহির নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাবও জয় করেছিল। এর পাশাপাশি ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া একাধিক সাফল্য অর্জন করেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুসারে, মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১,০৪০ কোটি টাকা। বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে তাঁর এন্ডোর্সমেন্ট রয়েছে। তারমধ্যে অন্যতম হল পেপসি, রিলউইন্ড এবং সেরেসোলের মতো সংস্থাও।
এই চুক্তি থেকে ধোনি কোটি কোটি টাকা উপার্জন করেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও তাঁর আয় নেহাতই খারাপ নয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে স্পোর্টস কোটায় চাকরিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষবার ধোনিকে দেখতে পাওয়া গিয়েছিল। ২০২০ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। যদিও এখনও পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন। আশা করা হচ্ছে, ২০২৫ সালের পর তিনি এই টুর্নামেন্ট থেকেও অবসর গ্রহণ করতে পারেন।