শেষ আপডেট: 31st October 2024 17:44
দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন তালিকা। এই তালিকায় আনক্যাপড ক্রিকেটার হিসেবে নাম রয়েছে চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। রিটেনশনের নয়া নিয়ম অনুসারে, যদি কোনও ক্রিকেটার গত ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলেন, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে নেওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, 'আনক্যাপড ক্রিকেটার'-এর নিয়ম না থাকলে কি মহেন্দ্র সিং ধোনিকে আদৌ রিটেন করত চেন্নাই সুপার কিংস?
ঋতুরাজ গায়কোয়াড়
মাথিশা পাথিরানা
শিবম দুবে
মহেন্দ্র সিং ধোনি
ভারতীয় ক্রিকেট তো বটেই, আইপিএল টুর্নামেন্টে ধোনির অবদান নেহাতই কম নয়। তাঁর নেতৃত্বে এই ফ্র্যাঞ্চাইজি পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। এমনকী, গত মরশুমেও তিনি যেটুকু ব্যাট করেছেন, তাতেই দেশের প্রত্যেকটা স্টেডিয়ামে কার্যত ধামাকা হয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেটারদের একাংশের দাবি, ধোনির বয়স অনেকটাই বেড়েছে। পাশাপাশি, গত ২ মরশুমে তিনি হাটুর চোটে যথেষ্ট কাবুও ছিলেন। কিন্তু, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএল টুর্নামেন্টে ধোনি নিজেই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। তাঁর ব্যাট থেকে একটা হেলিকপ্টার শট দেখার জন্যই স্টেডিয়াম ভর্তি হয়। ধোনিকে যদি আইপিএল টুর্নামেন্টে না রাখা হয়, তাহলে লক্ষ্মীলাভেও একটা বড়সড় ভাটা দেখা যেতে পারে।
ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন ধোনি। কিপিং গ্লাভস করে এমন একটা হাইপ্রেশার ম্যাচে মাথা ঠাণ্ডা রাখা, একেবারে সহজ কাজ নয়। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালস যদি ঋষভ পন্থকে রিলিজ করে দেয়, তাহলে কিন্তু খেলা জমে যাবে। কারণ, ধোনির বয়সের দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংস একজন তরুণ উইকেটকিপারের খোঁজ অবশ্যই চালাবে। আর যদি ঋষভ পন্থকে তারা দলে টানতে পারে, তাহলে দলের প্রথম একাদশে মাহিকে আর দেখা যাবে কি না, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।