শেষ আপডেট: 2nd October 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট কি আদৌ খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, চলতি বছর শেষদিকে আয়োজিত আইপিএল মেগা নিলামে ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে রাখা হতে পারে। তবে বুধবার (২ অক্টোবর) চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটি চাঞ্চল্যকর বিবৃতি দেওয়া হল।
গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধোনি। ২০২৫ আইপিএল মেগা অকশনে আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় তাঁকে রাখা হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। ধোনিকে চেন্নাই সুপার কিংস দলে রিটেন করা এবং আনক্যাপড ক্রিকেটার হিসেবে নেওয়ার ব্যাপারে সিইও কাশী বিশ্বনাথন একটি বড়সড় মন্তব্য করেছেন।
আইপিএল টুর্নামেন্টের আগামী মরশুমে নাও খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস নাকি এবার তাঁকে নতুন দায়িত্ব দিতে চলেছে। আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ককে আর আগামী মরশুমে উইকেটের পিছনে দেখতে পাওয়া যাবে না, এমন মন্তব্য খুব একটা অনুচিত হবে না। কাশী বিশ্বনাথন বললেন, 'মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব নয়। আমরা ধোনিকে আনক্যাপড ক্যাটেগরিতে নাও রাখতে পারি।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এখনই এই ব্যাপারে কোনও মন্তব্য করা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। ধোনির সঙ্গে এই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কোনও আলোচনা করিনি।' বিশ্বনাথনের এই মন্তব্য ইতিমধ্যেই যথেষ্ট কনফিউশন তৈরি করেছে।
প্রসঙ্গত, ধোনি এবার আইপিএল টুর্নামেন্ট খেলবেন কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। গত মরশুমেই তিনি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। যদিও ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে দল খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি। পাশাপাশি গত ২ মরশুম ধরে হাঁটুর চোটেও কাবু তিনি। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএলের আগেই অবসর গ্রহণ করতে পারেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে কাশী বিশ্বনাথনের এই ধোনিকে আনক্যাপড ক্যাটেগরিতে না রাখার সিদ্ধান্ত, মাহির অবসরের দিকেই ইঙ্গিত করে। আপাতত চেন্নাই সুপার কিংস কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।