শেষ আপডেট: 19th September 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনলাইন বুলি করার অভিযোগে মৃণ্ময় দাসকে নোটিস পাঠাল ঠাকুরপুকুর থানা। জানা গিয়েছে, মৃণ্ময়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩৫৬ (২), ১৯৬(১)(এ), ৩৩৬(৪), ৩৫৩(১) এবং ৬১(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে মৃণ্ময়কে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে। আরজি কর ইস্যুতে ইতিপূর্বে সৌরভকে সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখে পড়তে হয়েছিল। কিন্তু, সেইসময় প্রাক্তন বিসিসিআই সভাপতি সমালোচকদের কিছু বলেননি। কিন্তু, সৌরভকে ব্যক্তিগত আক্রমণ করে মৃণ্ময় যে ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, তা শালীনতার যাবতীয় সীমা লঙ্ঘন করেছে। আর সেকারণেই সৌরভ কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানায় একটি জেনারেল ডায়রি করা হয়েছিল।
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও মৃণ্ময়ের বিরুদ্ধে অশালীন এবং কুরুচিকর ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছিল। জনপ্রিয় টেলিভিশন শো মীরাক্কেলের হাত ধরে মৃণ্ময়ের পরিচিতি। এরপর তিনি সিনেবাপ নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন। সেখানেই এমন একাধিক ভিডিও আপলোড করেছেন। প্রসঙ্গত, এবার এই ভিডিওয় তিনি সৌরভের পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিককেও কটাক্ষ করেছেন।
ইতিপূর্বে, আরজি কর কাণ্ডে নির্যাতিতার হয়ে গলা চড়িয়েছিলেন সৌরভ। এমনকী তিনি মোমবাতি মিছিলও করেন। সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁর ইচ্ছে যত দ্রুত সম্ভব আদালত যেন দোষীদের শাস্তি দেয়। আর সেই শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন। কিন্তু, তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে। অবশেষে পদক্ষেপ গ্রহণ করলেন সৌরভ।