শেষ আপডেট: 4th January 2025 06:16
দ্য ওয়াল ব্যুরো : কথায় বলে, পায়ের তলার মাটি দেখে তবেই চাদর পাতা উচিত। স্যাম কনস্টাস বোধহয় আবেগের বশে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছিলেন। সিডনি টেস্টে জসপ্রীত বুমরাহের সঙ্গে অকারণে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। তা নিয়ে একটা চাপা উত্তেজনা অবশ্যই তৈরি হয়েছিল। আশা করা হয়েছিল, দ্বিতীয় দিন বুমরাহ যদি কনস্টাসের উইকেট শিকার করতে পারেন, তাহলেই এই রাগ মিটবে। তবে বুমরাহের কাজটা সহজ করে দিলেন মহম্মদ সিরাজ।
দ্বিতীয় দিন শুরু থেকেই ভারতীয় পেসাররা একেবারে আগুন গতিতে বল করছেন। সিডনির সবুজ উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেন নিজেদের কবর নিজেরাই খুঁড়ে রেখেছেন। দিনের শুরুতে এই উইকেটের বাউন্স কাজে লাগিয়ে মারনাস লাবুশেনকে ক্যাচ আউট করান জসপ্রীত বুমরাহ।
কিন্তু, কনস্টাসকে যতক্ষণ না তিনি আউট করতে পারছিলেন, ততক্ষণ ভারতীয় ক্রিকেট সমর্থকদের যেন শান্তি হচ্ছিল না। মাঝখান থেকে বাজিমাত করে গেলেন মহম্মদ সিরাজ। ১২ ওভারের দ্বিতীয় বলে তিনি কনস্টাসের উইকেট শিকার করলেন। ব্যাটের কানা লেগে বলটা গালি অঞ্চলে উড়ে যায়। মেলবোর্নে তিনটে ক্যাচ মিস করে যশস্বী যে ভুল করেছিলেন, সিডনিতে তেমনটা আর করেননি। তিনি বলটা নিশ্চিন্তে তালুবন্দি করেন। ৩৮ বলে ২৩ রান করে কনস্টাসকে ফিরে যেতে হয়। যদিও তিনটে বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
DSP SIRAJ ON DUTY...!!! ????????????
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2025
- Gets Sam Konstas and Travis Head in the same over. ????pic.twitter.com/kZ13n6K4U5
তবে সিরাজের এই ওভারটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে কার্যত বাই ওয়ান, গেট ওয়ান অফারের মতোই ছিল। ওভারের পঞ্চম তিনি ট্রাভিস হেডের উইকেটও তিনি তুলে নেন। এই বলটাও ব্যাটের কানা লেগে সোজা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানে কেএল বলটা ধরে ট্রাভিস হেডকে কার্যত বলেই দিলেন, 'ভাই, অনেক হয়েছে। এবার এসো।' ১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে। দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার চার উইকেটের পতন টিম ইন্ডিয়াকে অবশ্যই স্বস্তি দেবে। লাঞ্চ ব্রেকের আগে যদি আরও একটা উইকেট ভারত তুলে নিতে পারে, তাহলে খেলা পুরো জমে যাবে।