শেষ আপডেট: 22nd October 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড ক্রিকেট দল আপাতত ভারত সফরে রয়েছে। দুটো দলের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটা বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে যায়। এবার পুনেতে এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে।
এই ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া তিন ম্য়াচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরানোর চেষ্টা করবে। অন্যদিকে, দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ থেকে মহম্মদ সিরাজের নাম বাদ পড়তে পারে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, উইকেটে বাউন্স বেশি থাকলে সিরাজ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার উইকেটে সিরাজ তুলনামূলকভাবে বেশি সফল হয়েছেন। যদি সিরাজের টেস্ট পরিসংখ্যানের দিকে তাকানো যায়, তাহলে তিনি ৮০-র মধ্যে ৬১টি উইকেটই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের উইকেটে শিকার করেছেন। ভারতে তিনি মাত্র ১৯টি উইকেটই শিকার করেছেন। জসপ্রীত বুমরাহ কিংবা মহম্মদ সামি যেমন যে কোনও পরিস্থিতিতেই ভাল বল করতে পারেন, সেই দক্ষতা সিরাজের মধ্যে নেই। সিরাজ উইকেটের বাউন্স পরখ করতে পারেন না।
টিম ইন্ডিয়ার স্কোয়াডে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছে। আশা করা হচ্ছে, পুনের উইকেট স্পিন সহায়ক হতে পারে। সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মহম্মদ সিরাজের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হতে পারে। সম্প্রতি রনজি ট্রফিতে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্ট ম্য়াচে রোহিতের প্রথম পছন্দ ওয়াশিংটনই হতে পারেন।