শেষ আপডেট: 31st October 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: সময় ছিল ৩১ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। তারমধ্যে আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় ধামাকাদার চমক দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা শুধুমাত্র বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পতিদারকেই রিটেন করেছে। এই রিটেনশন তালিকায় তারকা পেসার মহম্মদ সিরাজের নাম দেখতে না পেয়ে নেট পাড়ায় কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ডিএসপি মহম্মদ সিরাজকে নিয়ে শুরু হয়েছে একাধিক মিম। সবার মুখে একটাই কথা, পুলিশকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে টিম ইন্ডিয়ার এই তারকা পেস বোলারকে তেলঙ্গানা সরকার সাম্মানিক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ করেছে। রাজ্য পুলিশের ডিজিপি-র কাছে তাঁকে রিপোর্ট করতে পারে। সোশ্যাল মিডিয়া এক্স-য়ে তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করে একথা ঘোষণা করেছে।
সেখানে লেখা হয়েছিল, 'ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে তেলঙ্গানা পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হল। ক্রিকেট খেলায় ওঁর সাফল্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করি, ওর ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘায়িত হবে। তবে এই নতুন ভূমিকা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'
DSP Siraj kabhi bikte nahi
— Abhijeet Kumar (@Abhijee51815235) October 31, 2024
Police ko koi kharid nahi sakta ????????#IPLRetention #IPLAuction #RCB pic.twitter.com/BcwRNMaddH
#IPLRetention#IPL2025
— Hum Binod (@R_Vinod01) October 31, 2024
Mohammed Siraj to RCB management: pic.twitter.com/hikfkaaknl
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন সিরাজ। ২০১৮ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন। আইপিএল টুর্নামেন্টে ৩০ বছর বয়সি ক্রিকেটার মোট ৯৩ উইকেট শিকার করেছেন। তবে মেগা অকশনে আরসিবি আবারও তাঁকে তুলনামূলক কম টাকায় দলে নিতে পারে।