শেষ আপডেট: 27th January 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ২ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুটো ম্যাচ জিতে টিম ইন্ডিয়া আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২৮ জানুয়ারি রাজকোটে এই সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজন করা হবে। ইতিমধ্যে দুই দলই রাজকোটে পা রেখেছে।
এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামিকে স্কোয়াডে রাখা হয়েছে। যদিও প্রথম ২ ম্যাচে তিনি প্লেয়িং ইলেভেনে সুযোগ পাননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি টি-২০ ক্রিকেটে মহম্মদ সামিকে আর প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার?
দীর্ঘদিন পর ফের টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টি-২০ এবং ওয়ানডে সিরিজের জন্য় তাঁকে নির্বাচন করা হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে ২২ গজের লড়াইয়ে দেখতে পাওয়া যায়নি।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BCCI-এর এক আধিকারিক নাকি জানিয়েছেন, 'চোট পাওয়ার আগে মহম্মদ সামির যা ওজন ছিল, তার থেকে আরও ২ কেজি ওজন কমিয়েছেন তিনি। পূর্ণ শক্তিতেই আপাতত বল করছেন। যদিও টি-২০ ক্রিকেটে সামিকে আপাতত কোনও দরকার নেই। কিন্তু, একদিনের ক্রিকেট সিরিজে ওঁকে অবশ্যই দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।' অর্থাৎ, বলা যেতেই পারে যে টি-২০ সিরিজের বাকি ম্যাচে হয়ত সামিকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যাবে না।
পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজের পর টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে মহম্মদ সামিকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যেতে পারে। এরপর আগামী ফেব্রুয়ারি মাস থেকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সামিকে ফিট রাখতে চাইছে টিম ইন্ডিয়া।