শেষ আপডেট: 8th January 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার স্কোয়াড এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি কামব্যাক করতে পারেন।
মহম্মদ সামি অনেকদিন ধরেই চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওয় নিজের ফিটনেস নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বাংলার এই পেস তারকা।
২০২৩ সালে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মহম্মদ সামি। ২০২৩ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ খেলার সময়ই তিনি চোট পেয়েছিলেন। এরপর বেশ কয়েকবার প্রত্যাবর্তনের কথা শোনা গেলেও, শেষপর্যন্ত তা হয়নি।
যদিও সম্প্রতি তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন। কিন্তু, এরপর ফের হালকা চোট পান তিনি। সেকারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আবারও তাঁকে আসতে হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। এরপর আশা করা হচ্ছে, আপাতত তিনি একেবারে সুস্থ হয়ে উঠেছেন।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নিজেদের অভিযান শুরু করবে। তবে ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচের জন্য অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। যদিও এখনও পর্যন্ত এই ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, আগামী ১২ জানুয়ারির মধ্যে ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হবে।