শেষ আপডেট: 28th January 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ফের ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গেল মহম্মদ সামিকে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।
এই ম্যাচেও টিম ইন্ডিয়ার হয়ে টস জিতলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সিরিজে তিনি এখনও পর্যন্ত একবারও টস হারেননি। টস জিতে এই ম্যাচেও তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিয়েছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার হলেন মহম্মদ সামি। দেশের হয়ে তিনি ৬৪ টেস্ট এবং ১০১ ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরমধ্যে তিনি যথাক্রমে ২২৯ এবং ১৯৫ উইকেট শিকার করেন। পাশাপাশি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ২৩ ম্যাচে মোট ২৪ উইকেট শিকার করেছেন।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সামি এবং বরুণ চক্রবর্তী।
বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।