শেষ আপডেট: 28th January 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পর কামব্যাক করলেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে মহম্মদ সামির নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেট ম্যাচ খেলেছিলেন।
এরপর থেকে চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরেই ছিলেন মহম্মদ সামি। চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাননি তিনি। তবে রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংয়ের জায়গায় তিনি খেলার সুযোগ পেয়েছেন। এই ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং ব্রিগেডের মোকাবিলা করতে রাজকোটে কামব্যাক করছেন মহম্মদ সামি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৪৩৬ দিন পর আবারও প্রত্যাবর্তন করলেন। তৃতীয় টি-২০ ম্যাচে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়েছে।
চলতি সিরিজের প্রথম দুটো ম্যাচে আর্শদীপ সিং যথেষ্ট ভাল বল করেছেন। সেকারণে তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শেষবার আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে মহম্মদ সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। আপাতত এটাই দেখার যে এতদিন পর ভারতীয় ক্রিকেট দলে ফিরে তিনি কেমন পারফরম্যান্স করেন। নিজের প্রথম ২ ওভারে তিনি অবশ্য ১৫ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। তিন ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২১ রান। একটি উইকেট শিকার করেছেন হার্দিক পান্ডিয়া।
ইতিপূর্বে শোনা যাচ্ছিল, সামিকে নাকি টি-২০ ফরম্যাটে আপাতত ভাবনাচিন্তা করছেন না ভারতীয় ক্রিকেট নির্বাচকরা। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BCCI-এর এক আধিকারিক নাকি জানিয়েছেন, 'চোট পাওয়ার আগে মহম্মদ সামির যা ওজন ছিল, তার থেকে আরও ২ কেজি ওজন কমিয়েছেন তিনি। পূর্ণ শক্তিতেই আপাতত বল করছেন। যদিও টি-২০ ক্রিকেটে সামিকে আপাতত কোনও দরকার নেই। কিন্তু, একদিনের ক্রিকেট সিরিজে ওঁকে অবশ্যই দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।' যদিও তৃতীয় ম্যাচেই তিনি দলের প্রথম একাদশে সুযোগ পেলেন।