শেষ আপডেট: 3rd October 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: ফের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক তছরুপের ঘটনায় তাঁর নামও জড়িয়ে গিয়েছে।
ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত, ইতিপূর্বে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেডিডেন্ট ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেইসময় তিনি অ্যাসোসিয়েশনের আর্থিক তহবিল তছরুপ করেছেন বলে অভিযোগ। প্রথমবার ইডি এই ঘটনায় কংগ্রেসের স্বনামধন্য নেতাকে ডেকে পাঠাল।
সূত্রের খবর, ৬১ বছর বয়সি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ২০ কোটি টাকার আর্থিক তছরুপ করেছেন। এই অর্থ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপক যন্ত্র এবং তাঁবুর জন্য় বরাদ্দ ছিল।
উল্লেখ্য, গত বছর ইডি তেলঙ্গানার মোট ৯ জায়গায় হানা চালিয়েছিল। এই ঘটনায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন আধিকারিক গদ্দাম বিনোদ, শিবলাল যাদব এবং আরশাদ আয়ুবের বাড়িতেও হানা দিয়েছিল। এরপর ইডির হাতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।