শেষ আপডেট: 23rd November 2024 09:27
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্পিডস্টার মিচেল স্টার্ক এবং টিম ইন্ডিয়ার ডেবিউট্যান্ট পেসার হর্ষিত রানা আরও একবার মুখোমুখি হলেন। ইতিপূর্বে, কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তাঁরা একসঙ্গে খেলেছিলেন। কিন্তু, এবার দেশের জন্য তাঁরা একে অপরের বিরুদ্ধে খেলছেন।
পারথে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য অস্ট্রেলিয়ার খুব একটা ভাল হল না। প্রথম দিনের শেষে অজিরা ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করেছিল। দ্বিতীয়দিন ৪৫ ওভার শেষে তারা স্কোরবোর্ডে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান যোগ করে। এখনও তারা ৫১ রানে পিছিয়ে রয়েছে।
ইতিমধ্যে হর্ষিতকে কার্যত 'স্লেজ' করলেন মিচেল স্টার্ক। অজি পেসার বলেন, 'হর্ষিত, আমি তোমার থেকে কিন্তু জোরে বল করতে পারি।' টিম ইন্ডিয়ার এই তরুণ পেসার প্রথমে বুঝতে পারেননি। কিন্তু, বোঝার পর তিনি হেসে ফেলেন। তবে ওভার শেষে স্টার্ক হাসিমুখে হর্ষিতের দিকে এগিয়ে আসেন এবং হর্ষিতের কাঁধে হাত রেখে কথাও বলেন।
A fun banter between Mitchell Starc and Harshit Rana. ????❤️#INDvsAUS pic.twitter.com/uNgGDje1w9
— chanchal sarkar (@cricxnews140982) November 23, 2024
প্রসঙ্গত, ২০২৪ আইপিএল টুর্নামেন্টে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্যায়ে স্টার্ক সেভাবে নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেননি। প্রথম দুটো ম্য়াচে তো তিনি কোনও উইকেটই শিকার করতে পারেননি।
তবে তরুণ হর্ষিত কিন্তু শুরু থেকেই নজর কেড়েছিলেন। তা সে গতিই হোক কিংবা ফ্লাইং কিস। আইপিএল ২০২৫ মেগা অকশনের আগে স্টার্ককে কেকেআর ব্রিগেড রিলিজ করে দিলেও, হর্ষিতকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করেছে।