শেষ আপডেট: 30th October 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো : রাত পোহালেই বড় ধামাকা। আগামী ৩১ অক্টোবর আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন লিস্ট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে তুলে দিতে হবে। ফলে কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে ধরে রাখবে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
চলতি বছরই আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালের পর কেটে গিয়েছে দশ বছর। শেষপর্যন্ত তৃতীয়বার আইপিএল খেতাব জয় করেছে কেকেআর ব্রিগেড। ফলে এই দলের রিটেনশন তালিকায় কোন কোন ক্রিকেটারের নাম থাকবে, তা জানার জন্য নাইট সমর্থকরা অধীর আগ্রহে বসে রয়েছেন।
ইতিমধ্যে ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ককে রিলিজ করতে পারে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। প্রসঙ্গত, ২০২৩ সালের শেষদিকে আইপিএল টুর্নামেন্টের একটি মিনি অকশন আয়োজন করা হয়েছিল। সেই নিলাম অনুষ্ঠানে ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে স্টার্ককে দলে নিয়েছিলেন গৌতম গম্ভীর এবং ভেঙ্কি মাইসোর। এই দল আইপিএল নিলাম ইতিহাসে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছিল। কারণ এত বেশি টাকা এর আগে কোনও ক্রিকেটারের জন্য খরচ করা হয়নি।
তবে যে পরিমাণ টাকা স্টার্কের জন্য খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স, সেই তুলনায় পারফরম্যান্স করতে পারেননি এই অজি পেসার। বলা ভাল যে গ্রুপ পর্বের ম্যাচে তিনি একেবারেই নজর কাড়তে পারেননি। এমনকী, কেকেআর ব্রিগেডে স্টার্কের অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল। প্রথম ২ ম্যাচে তো তিনি একগাদা রান দিলেও, কোনও উইকেট শিকার করতে পারেননি। তবে কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে ওঠার পর স্টার্কের পারফরম্য়ান্সে কিছুটা হলেও উন্নতি দেখতে পাওয়া যায়। ১৪ ম্যাচে তিনি মোট ১৭ উইকেট শিকার করেন। সেরা বোলিং পরিসংখ্যান ৩৩ রানে চার উইকেট। এই পরিস্থিতিতে কেকেআর যদি স্টার্ককে ছেড়ে দেয়, তাহলে অবশ্য কিছু বলার থাকবে না।