শেষ আপডেট: 6th December 2024 09:47
দ্য ওয়াল ব্যুরো : মুখের কথায় কোনওদিন বাজিমাত হয় না, কাজে প্রমাণ করতে হয়। যেন এই কথাটাই বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক। প্রথম বলেই তুলে নিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালের উইকেট। আর বিনা রানেই ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ উইকেটের পতন হল।
ম্যাচের প্রথম বলেই স্টার্ককে ফেস করেছিলেন যশস্বী। বলটা লেগ স্টাম্পে ছিল। জয়সওয়াল অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন। কিন্তু, তিনি লাইন মিস করেন। বলটা সজোরে তাঁর প্যাডে এসে লাগে। আউট দিতে আম্পায়ার বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পারথ টেস্টে এই মিচেল স্টার্ককেই স্লেজ করেছিলেন যশস্বী জয়সওয়াল। বলেছিলেন, স্টার্কের বলে নাকি কোনও গতিই অনুবব করছেন না তিনি। সেইসময় এই অজি পেসার হাসিমুখে ফিরে গেলেও, অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই প্রতিশোধ তুলে নিলেন স্টার্ক।
Mitchell Starc talking about Yashasvi Jaiswal's sledge. pic.twitter.com/CAlsQOIWOA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 5, 2024
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন রোহিত শর্মা, শুভমান গিল এবং রবিচন্দ্রন অশ্বিন। যশস্বী ফেরার পর শুভমান ব্যাট করতে নেমেছেন। তিনি বড় রান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।