শেষ আপডেট: 25th October 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: শেষ হল পুনে টেস্টে দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের শেষে নিউ জিল্যান্ড ৩০১ রানের লিড নিয়ে ফেলেছে। গোটা দিনই যে কিউয়ি ক্রিকেটাররা ব্যাটে এবং বলে কার্যত শাসন করলেন, তা বলা যেতেই পারে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক সাত উইকেট শিকার করেছেন মিচেল স্যান্টনার। দিনের শেষে একটা ছোট ইন্টারভিউ দিয়েছেন তিনি। সেখানে এই সাফল্যের গুপ্তমন্ত্র ফাঁস করলেন স্যান্টনার।
বললেন, 'আমি যতটা সম্ভব অ্যাঙ্গেল ব্যবহার করার চেষ্টা করেছি। বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। ওয়াশির (ওয়াশিংটন সুন্দর) কী অসাধারণ বলটাই না করল! ওর বোলিং দেখেই বুঝতে পেরেছিলাম যে আমরাও এটা করতে পারব।'
স্যান্টনারের ঘূর্ণিতে টিম ইন্ডিয়ার রথী-মহারথীরা কার্যত ঘোল খেলেন। ১৫৬ রানে তারা অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকার কারণে কিউয়িদের সামনে কাজটাও অনেক সোজা হয়ে যায়।
এই পরিস্থিতিতে শনিবার সকালে নিউজিল্যান্ডের বাকি পাঁচটা উইকেট কত তাড়াতাড়ি ভারতীয় বোলাররা তুলতে পারেন, সেটা অবশ্যই নজরে থাকবে। তৃতীয় ইনিংসে অধিনায়কোচিত ইনিংস খেললেন টম লাথাম। গুরুত্বপূর্ণ ৮৬ রান করে আউট হলেন তিনি। ৩০ রানে টম ব্লান্ডেলকেও বেশ শক্ত ভিতের উপর দেখতে পাওয়া যাচ্ছে।
উইকেটের গতি ক্রমশ কমতে শুরু করেছে। তবে এই উইকেটে স্পিনারদের জন্য এখনও অনেকটাই সুবিধা রয়েছে। আরও একবার নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন ওয়াশিংটন সুন্দর। ৫৬ রান দিয়ে তিনি চারটে উইকেট শিকার করলেন। একটা উইকেট পেয়েছেন অশ্বিন।
তৃতীয় দিন নিউজিল্যান্ড চাইবে যে এই রানের ব্যবধান যতটা সম্ভব বেশি বাড়ানো যায়। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলকে যে একটা পাহাড়প্রমাণ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য।