শেষ আপডেট: 29th October 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: বর্ডার-গাভাসকার সিরিজের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াডও ঘোষণা করে দেওয়া হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে।
গত ২ সফরে অস্ট্রেলিয়ার উইকেটে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিল। রোহিত শর্মার নেতৃত্বে এবার টিম ইন্ডিয়া জয়ের হ্যাটট্রিক করতে চায়। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন এই সিরিজ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন।
ম্যাথিউ হেডেন মনে করেন, এবারের বর্ডার-গাভাসকার সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিজয়ী পারফরম্য়ান্স করতে পারে। প্রসঙ্গত, মঙ্গলবার ৫৩তম জন্মদিন পালন করলেন হেডেন। স্টার স্পোর্টসকে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে তিনি বললেন, 'আমি শুধুমাত্র এটুকুই বলতে পারি যে এই সিরিজটা অস্ট্রেলিয়া জিততে পারে। তবে আমি একথাও বলব যে টিম ইন্ডিয়ার উপরেও কড়া নজর রাখতে হবে।'
অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, ড্রপ-ইন উইকেটে খেলা শুরু হওয়ার পর ঘরোয়া পরিস্থিতিতে ক্যাঙারুরা বেশ ভাল পারফরম্যান্স করছে। আশা করা যায়, ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধেও তেমনই পারফরম্য়ান্স করতে পারবে।