শেষ আপডেট: 10th February 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ত্রিদেশীয় সিরিজ চলছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন দক্ষিণ আফ্রিকার ডেবিউট্যান্ট ক্রিকেটার ম্যাথিউ ব্রিৎজকে। ডেবিউ ওয়ানডে ম্য়াচেই তিনি ১৫০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ইনিংসে এমন কৃতিত্ব কায়েম করেছেন তিনি। ইতিমধ্যে ম্যাথিউ ৪৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। উল্লেখ্য, ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও ম্যাথিউ ব্রিৎজকে খেলতে নামবেন। কোন দলের হয়ে খেলবেন তিনি, আসুন দেখে নেওয়া যাক।
একদিনের ক্রিকেটে অভিষেক ইনিংসে ম্যাথিউ ব্রিৎজকে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছেন। এই ম্য়াচে তিনি ১৪৮ বলে ১৫০ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডেসমন্ড হেইনসের রেকর্ডও ভেঙে দিয়েছেন।
১৯৭৮ সালে একদিনের ক্রিকেটে ডেবিউ করে ডেসমন্ড ১৪৮ রানের জ্বালাময়ী একটি ইনিংস উপহার দিয়েছিলেন। কিন্তু, ম্যাথিউ ব্রিৎজকে সেই রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিয়েছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই প্রোটিয়া ব্যাটার লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলতে নামবেন। সম্প্রতি আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে।
অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন ম্যাথিউ ব্রিৎজকে। প্রথম ম্য়াচেই তাঁকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যায়। তিনি প্রায় প্রত্যেক বোলারের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ব্যাট করেন। এই ইনিংসে ম্যাথিউ ব্রিৎজকের ব্যাট থেকে ১১ চার এবং ৬ ছক্কা দেখতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান করেছে।