শেষ আপডেট: 9th January 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: তেরো বছর বয়সে ফর্কলিফট তুলতে গিয়ে বাঁ-পায়ে চোট পান। হারাতে হয় তিনটি আঙুল। বাকি দুই আঙুল পায়েই আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে শাসন করেছেন তিনি। বন্ধুমহলে মজার ছলে ‘দু-আঙুল’ নামে পরিচিত নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপ্টিল এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে হতাশার কথা জানালেন।
উল্লেখ্য, ২০২২ সালে দেশের হয়ে খেলার চুক্তি ভেঙে বেরিয়ে আসেন গাপ্টিল। এই প্রসঙ্গেই তাঁর বক্তব্যে হতাশা ঝরে পড়েছে। নিউজিল্যান্ডের হয়ে তিনি আরও কিছুদিন খেলতে পারতেন; আন্তর্জাতিক ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল তাঁর। গতকালই গাপ্টিল তাঁর সরে আসার সিদ্ধান্তের কথা জানান।
ব্ল্যাক ক্যাপস বাহিনীর অন্যতম সদস্য মোট ৩৬৭টি ম্যাচ খেলেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৩ খানা। ১৪ বছরের ক্রিকেট জীবনে (২০০৯-২০২২) টি-২০ ফরম্যাটে দেশের সর্বাধিক রান সংগ্রাহক তিনি (৩ হাজার ৫৩১ রান, ১২২ ম্যাচে)। ওয়ান ডে-তে করেছেন ৭ হাজার ৩৪৬ রান (রস টেলর, স্টিফেন ফ্লেমিং-এর পর)।
‘নিউজিল্যান্ড হেরাল্ড’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গাপ্টিল বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছি। অবশ্যই, আমি আরও কিছুদিন খেলা চালাতে পারতাম। নিউজিল্যান্ড ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার ছিল হয়তো। তাই আমি অবশ্যই দুঃখিত। তবু এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।‘
২০০৯ সালে একদেশীয় ক্রিকেটে স্মরণীয় অভিষেক ঘটে গাপ্টিলের। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান। ২০১৫ বিশ্বকাপে জয়সূচক দ্বিশতরান (২৩৭)। দেশের হয়ে প্রথম। বিপক্ষে সেই ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ ক্রিকেটেও দুখানা সেঞ্চুরি রয়েছে।
ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে নেমে নিজের জাত চিনিয়েছেন গাপ্টিল। যদিও তাঁর আগ্রহ ছিল আরও ওপরে খেলার। ব্যাটসম্যান হিসেবে ধরে কিংবা চালিয়ে—দু-ধাঁচেই গাপ্টিল সমান স্বচ্ছন্দ ছিলেন। চোখধাঁধানো ক্যাচ, ফিল্ডিং, রান আউট… গাপ্টিলের অনুপস্থিতি নিঃসন্দেহে অনুভব করবে তামাম ক্রিকেট অনুরাগী।