শেষ আপডেট: 14th November 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্য়াচ যে যথেষ্ট রোমাঞ্চকর হয়ে উঠেছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ১১ রানে হেরে যায়। কিন্তু, শেষ ওভারে একজন প্রোটিয়া ব্যাটার এমন তাণ্ডবলীলা চালালেন, যা সকলের হৃদয় জয় করেছে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মার্কো জেনসেন। তিনি এমন 'কাণ্ড' করেছেন, যা আজ পর্যন্ত কোনও ব্যাটার করতে পারেনি। জেনসেন ব্যাট হাতে যে তাণ্ডবলীলা চালালেন, তা নিঃসন্দেহে ভারতীয় বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছিল। সেঞ্চুরিয়নের মাঠে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করার পাশাপাশি ইতিহাস কায়েম করলেন।
তৃতীয় টি-২০ ম্য়াচে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা যখন কার্যত শেষ হয়ে গিয়েছিল, সেইসময় মার্কো জেনসেন ক্রিজে আসেন। তাঁর ব্যাটিং প্রোটিয়া ইনিংসকে আলাদাই অক্সিজেন দেয়। ১৭ বলে জেনসেন এমন তাণ্ডবলীলা চালালেন যে সূর্যকুমার যাদব সহ ভারতীয় বোলাররা রীতিমতো টেনশনে পড়ে যান।
একটা সময় তো মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটা জিতে যাবে। সাত নম্বরে ব্যাট করতে নেমে মার্কো জেনসেন ১৭ বলে ৩১৭-র স্ট্রাইক রেটে ৫৪ রান করেন। এই ইনিংসে তিনি ৪ বাউন্ডারি এবং ৫ আকাশছোঁয়া ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ১৬ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবথেকে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড জেনসেনের দখলেই চলে এল। ইতিপূর্বে এই রেকর্ডটা ক্যামরন গ্রিনের কাছে ছিল। ২০২২ সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। প্রোটিয়া দলের এই ব্যাটার বিশেষ করে হার্দিক পান্ডিয়াকে টার্গেট করেন। হার্দিকের এক ওভারেই তিনি ২৬ রান করেন।
The way Marco Jansen has played today, it's time to thank Jasprit Bumrah once again for this magical delivery. pic.twitter.com/WR357RtGW2
— R A T N I S H (@LoyalSachinFan) November 13, 2024
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মার্কো জেনসেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং ভারতীয় বোলারদের জমিয়ে ক্লাস নিল। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করেন কুইন্টন ডি কক। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।