শেষ আপডেট: 9th January 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের সময়টা একেবারে ভাল যাচ্ছে না। বর্ডার-গাভাসকার ট্রফি শেষ হওয়ার পর তাঁর পারফরম্যান্সও আতস কাচের নীচে এসেছে। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি টিম ইন্ডিয়ার কোচকে বেনজির আক্রমণ করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন যে গম্ভীর নিজেই জানেন না কোথায় কী বলছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হচ্ছে।
পাশাপাশি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে কীভাবে গম্ভীরকে নিয়োগ করা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, গম্ভীরের কোচিংয়ে নাকি যথেষ্ট স্বচ্ছ্বতার অভাব রয়েছে। প্রসঙ্গত, গত বছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর গম্ভীরের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন মেন্টরের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন অভিষেক নায়ার, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মরনে মর্কেল এবং নেদারল্যান্ডসের প্রাক্তন ব্যাটার রায়ান টেন দুশখাতে।
নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি ইন্টারভিউয়ে মনোজ তিওয়ারি বললেন, 'গৌতম গম্ভীর একজন ভণ্ড। ও যা বলে, সেই অনুসারে কাজ করে না।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন বোলিং কোচের দরকারই বা কী? কোচ যা বলেন, সেটা নিজেই পরে মেনে নেন। লখনউ সুপার জায়ান্ট থেকে এসেছেন মরনে মর্কেল। কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গেই ছিলেন অভিষেক নায়ার। টিম ইন্ডিয়ার হেড কোচ খুব ভাল করেই জানেন যে তাঁর নির্দেশ অমান্য করতে পারবে না।'
মনোজ আরও দাবি করেছেন, অস্ট্রেলিয়া সফরের আগেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে হাওয়া গরম হয়ে গিয়েছিল। বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অভিযোগ করেছেন, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গম্ভীরের সম্পর্কে ইতিমধ্যে ফাটল ধরেছে। আর এই ফাটলের কারণেই ড্রেসিংরুমের ভিডিও ইতিমধ্যে ফাঁস হয়েছে।