শেষ আপডেট: 10th January 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ছিলেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল, তাঁদের চার বছরের বৈবাহিক সম্পর্ক নাকি ভাঙতে বসেছে। যদিও ইতিমধ্যে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ধনশ্রী নিজেই। পাশাপাশি যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদেরও 'ক্লাস' নিয়েছেন। ইতিমধ্যে আরও একজন ভারতীয় ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে সেই সোশ্যাল মিডিয়াতেই তুলকালাম শুরু হয়েছে। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মণীশ পাণ্ডে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত থেকে সেই সোশ্যাল মিডিয়াতেই গুঞ্জন উঠতে শুরু করেছে যে কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার মণীশ পাণ্ডের বৈবাহিক সম্পর্ক নাকি শেষ হতে চলেছে। প্রসঙ্গত, ২০১৯ সালে আশ্রিতা শেঠির সঙ্গে বিয়ে হয়েছিল মণীশ পাণ্ডের। সূত্রের খবর, মণীশ এবং আশ্রিতার সম্পর্কে নাকি ইতিমধ্যে চিড় ধরতে শুরু করেছে। এমনকী, তাঁরা দুজনেই ইনস্টাগ্রাম থেকে একে অপরের যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন।
এখানেই শেষ নয়। মণীশ এবং আশ্রিতা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। যদিও মণীশ পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকতে ভালবাসেন না। কিন্তু, সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তিনি বিয়ের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছিলেন। পাশাপাশি স্ত্রী'র সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবিও ইনস্টায় আপলোড করেছিলেন তিনি। কিন্তু, এখন গোটা ছবিটাই বদলে গিয়েছে। না তো মণীশের ইনস্টা প্রোফাইলে বিয়ের কোনও ছবি রয়েছে, আর না স্ত্রী'র কোনও ছবি। ইতিমধ্যে শোনা যাচ্ছে, মণীশ এবং আশ্রিতার সম্পর্কে অনেকদিন আগে থেকেই ভাঙন ধরতে শুরু করেছিল। যদিও তাঁরা এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু ঘোষণা করেননি।
মণীশ পাণ্ডের ক্রিকেট কেরিয়ার নিয়ে এবার আলোচনা করা যাক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল টুর্নামেন্টে সেঞ্চুরি করেছিলেন। সম্প্রতি কর্নাটকের বিজয় হাজারে ট্রফি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পাঁচ ম্যাচে তিনি মাত্র ১১৭ রান করেছেন। আর সেকারণে কর্নাটক নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।