শেষ আপডেট: 9th January 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো : ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। আপাতত চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। আশঙ্কা করা হচ্ছে, ২০২৫ সালেই তাঁকে শেষবার আইপিএল টুর্নামেন্ট খেলতে দেখা যাবে। যদিও ধোনির জনপ্রিয়তায় এখনও পর্যন্ত কোনও ভাঁটা দেখতে পাওয়া যায়নি।
তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধোনিকে সেভাবে দেখতে পাওয়া যায় না বললেই চলে। ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট গোপনীয়তা ভালবাসেন। যদি স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের ছবি এবং ভিডিও তাঁরা মাঝেমধ্যেই আপলোড করেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওয় পোষ্য কুকুরের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাওয়া গিয়েছে। এমনকী, ক্যাপ্টেন কুল তাঁর ৪২তম জন্মদিনে নিজে কেক কেটে তা পোষ্যদের খাইয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল
ইতিমধ্যে ধোনি সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, প্রিয় ক্রিকেটারের বাড়িতে কোন কোন ব্রিডের কুকুর রয়েছে? তাদের নামই বা কী? আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Thala Dhoni is back home and reunited with his family and dogs ????#MSDhoni #WhistlePodu pic.twitter.com/J5cNpb7Wx8
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) January 8, 2025
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনির কাছে মোট পাঁচটি কুকুর রয়েছে। এরমধ্যে একজোড়া রয়েছে বেলজিয়ান ম্যালিনয়েস। তার মধ্যে একটির নাম স্যাম। রয়েছে সাদা রংয়ের দুটো হাস্কি। তাদের নাম যথাক্রমে লিলি এবং গব্বর। এছাড়া রয়েছে একটি ডাচ শেফার্ড। তার নাম জোয়া।
Thala Dhoni spends some relaxing time with his dearest buddy.
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) March 16, 2020
Pet Therapy is his secret stress buster theory!????????????#Dhoni #WhistlePodu @msdhoni pic.twitter.com/HTGyNcNIwh
বেলজিয়ামে ম্যালাইনস নামে একটি শহর রয়েছে। সেখান থেকেই এই 'ম্যালিনয়েস' নামটা এসেছে। এই জাতের কুকুর যথেষ্ট প্রভুভক্ত হয়। ভারতীয় মুদ্রায় এক একটি কুকুরের দাম ৬০ থেকে ৭৫ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। পাশাপাশি হোয়াইট হাস্কিও তাদের সৌন্দর্য্য এবং শক্তির জন্য যথেষ্ট খ্যাত। এরা শিশুদের সঙ্গে খেলতে খুব ভালবাসে। ধোনির কাছে যে দুটো কুকুর রয়েছে তারা আসলে সাইবেরিয়ান হাস্কি ব্রিডের। ভারতীয় মুদ্রায় এই কুকুরের ছানা কিনতে গেলে ১০,০০০ টাকা দাম পড়বে।
Q - How do to you handle criticisms ?
— ` (@rahulmsd_91) May 19, 2024
MS Dhoni: "I have three dogs at home. Even after losing a series or winning a series, they treat me the same way". pic.twitter.com/9FBIkJmnuT
আর বছর দুয়েকের কুকুর কিনতে গেলে ২০ হাজার টাকা খরচ হবে। এরপর আসা যাক, ডাচ শেফার্ডের কথায়। এই কুকুরগুলো সাধারণত নেদারল্যান্ডসে পাওয়া যায়। এদের দাম অবশ্য খুব বেশি নয়। ভারতীয় মুদ্রায় দেড় হাজার থেকে ২ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়। তবে প্রশিক্ষিত কুকুর নিতে হলে আপনাকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।