শেষ আপডেট: 23rd December 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি নতুন সমস্যায় জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যে ঝাড়খণ্ড স্টেট হাউসিং বোর্ড তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। অভিযোগ, হারমু হাউসিং কলোনিতে ধোনিকে বসবাসের জন্য যে জমি দেওয়া হয়েছিল, সেটা নাকি তিনি ব্যবসায়িক স্বার্থে কাজে লাগাচ্ছেন। সূত্রের খবর, ধোনির বিরুদ্ধে এই অভিযোগ যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাঁকে আইনি নোটিশ পাঠানো হবে।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড সরকার হারমু হাউসিং কলোনিতে একটি ৫ কাঠার জমি মহেন্দ্র সিং ধোনিকে উপহার হিসেবে দিয়েছিল। ধোনি আগে মেকন কলোনিতে থাকলেও, এই জমির উপর একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু, পরবর্তীকালে তিনি সংবাদমাধ্যম এবং সমর্থকদের ভিড় এড়াতে সিমালিয়ার ফার্ম হাউসে শিফট করে যান।
হারমু হাউসিং কলোনির চেয়ারম্য়ান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, বসবাসযোগ্য কোনও জমি কখনই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায় না। তিনি বলেছেন, 'ইতিমধ্যেই আমাদের কাছে এই ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। আমরা গোটা বিষয়টা তদন্ত করার নির্দেশ দিয়েছি। যদি এই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে ধোনিকে আইনি নোটিশ দেওয়া হয়।'
সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই জমির উপরে একটি প্যাথলজি সেন্টার নির্মাণের পরিকল্পনা চলছে। ইতিমধ্যে ওই জমির উপর একটি সাইনবোর্ডও লাগানো হয়েছিল। পরে সেটা সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর সেকারণেই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।
প্রসঙ্গত, গত ৯ বছরে এই নিয়ে দ্বিতীয়বার এই জমির কারণে হারমু হাউসিং কলোনির পক্ষ থেকে মহেন্দ্র সিং ধোনিকে নোটিশ পাঠানো হল। ২০১৫ সালেও এই রাজ্য হাউসিং বোর্ডের তরফে ক্যাপ্টেন কুলকে নোটিশ পাঠানো হয়েছিল। আপাতত, চেন্নাই সুপার কিংসের হয়ে আগামী আইপিএল মরশুমের প্রস্তুতি শুরু করেছেন ধোনি। সম্প্রতি মেগা অকশনে সিএসকে তাঁকে মাত্র ৪ কোটি টাকায় আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করেছে।