শেষ আপডেট: 16th January 2025 13:54
দ্য ওয়াল ব্যুরো : গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহা কুম্ভমেলা। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। ভারতের পাশাপাশি গোটা বিশ্ব থেকেই পূণ্যার্থীরা ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে আসছেন। এই মহাকুম্ভে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির এক সমর্থকও এসেছেন। এই সমর্থকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে কিং কোহলির সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। বর্ডার-গাভাসকার ট্রফিতে তাঁর চওড়া ব্যাটে রানের যথেষ্ট খরা দেখতে পাওয়া গিয়েছে। তা নিয়ে বয়ে গিয়েছে সমালোচনার ঝড়ও। অনেকে তো আবার বিরাটকে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পরামর্শও দিয়েছেন।
তবে ভাইরাল হওয়া এই ভিডিওয় ওই সমর্থক ঈশ্বরের কাছে কোহলির হারানো ফর্ম ফিরিয়ে দেওয়ারপ্রার্থনা করেছেন। ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার আগে তিনি বলছেন, 'এই পবিত্র মহাকুম্ভে আমি মহাদেবের কাছে শুধুমাত্র একটাইপ্রার্থনা করতে চাই, বিরাট কোহলি যেন তাঁর হারানো ফর্ম আবারও ফিরে পান। আর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাট থেকে যেন ৫-৬ শতরান বেরিয়ে আসে।'
A Blessing we all want to see come true ❤️ pic.twitter.com/oC19248kXk
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 15, 2025
সম্প্রতি দিল্লির সম্ভাব্য রঞ্জি ট্রফি স্কোয়াডে বিরাট কোহলির নাম রাখা হয়েছে। যদিও তিনি খেলবেন কি না, সেই ব্যাপারে কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। কয়েকদিন আগেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলিকেও ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন।
কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সমীক্ষা বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনও ক্রিকেটার নিজের টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করতে চান, তাহলে তাঁকে অবশ্যই রঞ্জি খেলতে হবে। কিন্তু, বিরাট কোহলি খেলবেন কি না, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।