শেষ আপডেট: 4th October 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট এবং বলিউডের সম্পর্ক বেশ পুরনো। বলিউড অভিনেত্রীদের সঙ্গে হামেশাই ভারতীয় ক্রিকেটারদের নাম শুনতে পাওয়া যায়। কয়েকজন যেমন বিয়ের পিঁড়িতে বসেছেন, কয়েকজনের সম্পর্ক আবার ভেঙেও গিয়েছে। এই তালিকায় নাম রয়েছে বলিউডের 'ধক-ধক গার্ল' মাধুরী দীক্ষিতেরও।
নয়ের দশকে টিম ইন্ডিয়ার এক তারকা ক্রিকেটার মাধুরীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। একটা সময় তাঁদের সম্পর্ক বেশ গভীর হয়ে গিয়েছিল। এমনকী, বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিলেন। কিন্তু, আচমকা এমন একটা ঘটনা ঘটে, যা তাঁদের সম্পর্কে যতিচিহ্ন টেনে দেয়।
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজার কথাই বলা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, নয়ের দশকে অজয় জাদেজা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেমে পড়েছিলেন। দুজনের প্রেমের বেশ মুচমুচে গল্পও বাজারে ছড়িয়ে পড়েছিল। প্রসঙ্গত, একটি ফটোশ্যুট চলাকালীন অজয় এবং মাধুরীর প্রথম দেখা হয়। এরপর তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেম পর্যায়ে চলে যায়। শুধু তাই নয়, অজয় নিজেও বলিউডে কাজ করতে চেয়েছিলেন। সেই ব্যাপারে মাধুরীর সঙ্গে কথাও বলেন তিনি। সূত্রের খবর, তাঁরা একে অপরকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু, জাদেজার পরিবার এই সম্পর্ক একেবারে মেনে নেয়নি। কারণ অজয়ের পরিবারের সঙ্গে রাজকীয় সম্পর্ক রয়েছে। সেখানে মাধুরী একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন।