শেষ আপডেট: 14th January 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলে জায়গা হয়নি লিটন দাসের। এই ঘটনায় তিনি খুব স্বাভাবিকভাবে হতাশ হয়ে পড়েন। যদিও তিনি জানিয়েছেন যে গত কয়েকমাস ধরেই তিনি খারাপ পারফরম্যান্স করেছেন। আর সেকারণেই তাঁকে বাদ পড়তে হয়েছে। তবে আবারও তিনি জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা করবেন।
ইতিমধ্যে একটি সুসংবাদও অবশ্য পেয়েছেন লিটন। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে দল পেয়েছেন তিনি। করাচি কিংস বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নিয়েছে। একটি টুইট করে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একথা জানিয়েছেন।
আপাতত লিটন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন। সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হওয়ার পরই তিনি রংপুর রাইডার্সের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ৫৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে অপরাজিত ১২৫ রান। এরপর অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে লিটনকে স্কোয়াডে না রেখে বাংলাদেশ আদৌ কি কোনও ভুল করল? জবাবটা লিটন নিজেই দিয়ে দিয়েছেন।
Ready to ignite the stage! ????
— Karachi Kings (@KarachiKingsARY) January 13, 2025
???????? Bangladesh’s dynamic batter, Liton Das, is all geared up to don the iconic Red and Blue! ❤️????#HBLPSLDraft | #DECADEOFHBLPSL | #YehHaiKarachi pic.twitter.com/ixh1BrtXWU
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনীক, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর, পারফেভ হুসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা।