শেষ আপডেট: 12th October 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: মাথার উপর যখন পাহাড়প্রমাণ চাপ থাকে, তখন অনেক সহজ জিনিসও ভুল হয়ে যায়। সেই উদাহরণই দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটারদের তাণ্ডবলীলায় বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আর সেকারণে তাঁরা একটা সহজ রান আউট মিস করলেন।
১৮ ওভারে বল করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। ওভারের তৃতীয় ডেলিভারিতে এই ঘটনাটির সাক্ষী থাকে গোটা ক্রিকেট বিশ্ব। হার্দিককে ফুল লেংথ ডেলিভারি করেছিলেন ফিজ। বলটা তাঁর প্যাডে লেগে উইকেট কিপার লিটন দাসের কাছে যায়।
ততক্ষণে উলটোদিক থেকে রিয়ান পরাগ ক্রিজের মাঝপথ টপকে চলে এসেছেন। অন্যদিকে, হার্দিকের রান নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না।
ইতিমধ্যে লিটন বলটা মাটি থেকে হাতে নেন এবং নন স্ট্রাইকার এন্ডে ছোঁড়েন। তিনি পরাগকে আউট করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর থ্রো অনেকটা বাইরে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, সঠিক সময়ে তিনি বলটা সংগ্রহ করতে পারলেন না। ততক্ষণে রিয়ান অবশ্য ক্রিজে ফিরে এসেছিলেন। ইতিমধ্যে এই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের এমন জঘন্য ফিল্ডিং নিয়ে ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়েছে।
দেখে নিন সেই ভি়ডিও:
BANGLADESHI Drama.....!!!#INDvBAN #RiyanParag #HardikPandya #SanjuSamson #SuryakumarYadav #MayankYadav #AbhishekSharma pic.twitter.com/rbYZq0Kp8n
— Aditya Raj ???? (@Adityaraj109) October 12, 2024
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্য়াচে সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের মধ্যে ১৭৩ রানের বিশাল পার্টনারশিপ গড়ে ওঠে।
এই ম্য়াচে কেরালার ব্যাটার কার্যত তাণ্ডবের মুডে ছিলেন। ৪০ বলে শতরান করেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও দারুণ ফর্মে ছিলেন। তাঁর ব্যাট থেকেও একটা দুর্দান্ত হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করে।