শেষ আপডেট: 28th November 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো : আইপিএল টুর্নামেন্টের প্রাক্তন সভাপতি ললিত মোদী সম্প্রতি এক বিস্ফোরক অভিযোগ করলেন। প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা চেন্নাই সুপার কিংস দলের মালিক এন শ্রীনিবাসনের বিরুদ্ধে তিনি মারাত্মক অভিযোগ করলেন।
সম্প্রতি একটি পডকাস্টে ললিত মোদী স্বীকার করেছেন, আইপিএল টুর্নামেন্টে শ্রীনিবাসন নাকি আম্পায়ারদের সঙ্গে গড়াপেটা করতেন। সঙ্গে তিনি এও যোগ করেছেন, প্রথমে তো শ্রীনিবাসন আইপিএল টুর্নামেন্টের পক্ষে একেবারে ছিলেন না। কিন্তু যখন এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বেড়ে যায়, তখন তিনি ঝাঁপিয়ে পড়েন।
ললিত মোদী বললেন, 'IPL টুর্নামেন্টের দ্বিতীয় মরশুমে নিলাম অনুষ্ঠান চলাকালীন গড়াপেটা করা হয়েছিল, যাতে অ্যান্ড্রু ফ্লিনটফ চেন্নাই সুপার কিংসে আসতে পারেন।' তিনি আরও যোগ করেন, শ্রীনিবাসনের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে এমনটাই করা হয়েছিল। তাঁর কথায়, আইপিএল নিলামে শ্রীনিবাসন পরোক্ষভাবে গড়াপেটা করতেন।
রাজ শামনির একটি ইউটিউব পডকাস্টে সম্প্রতি ললিত মোদী এসেছিলেন। সেখানেই তিনি অভিযোগ করেন, 'আইপিএল নিলামে গড়াপেটা করা হয়েছিল। আমি ফ্লিনটফকে শ্রীনিবাসনের হাতে তুলে দিয়েছিলাম। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এই ব্যাপারটা জানে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'শ্রীনিবাসন তো আইপিএল টুর্নামেন্টের একেবারে বিপক্ষে ছিলেন। উনি আমাদের বোর্ডে কাঁটা ছিলেন। আমরা সবাইকে বলে দিয়েছিলাম যে ফ্লিনটফের জন্য তাঁরা যেন দর না হাঁকেন। হ্যাঁ, আমিই এটা করেছিলাম। কারণ শ্রীনিবাসন আমাকে বলেছিলেন যে ফ্লিনটফকেই তাঁর চাই।'
এই প্রসঙ্গে ললিত মোদী আরও যোগ করেন, 'উনি আম্পায়ারও বদলে দিলেন। প্রথমে এই ব্যাপারে খুব বেশি গুরুত্ব আমি দিইনি। পরে বুঝতে পারলাম যে চেন্নাইয়ে ম্যাচ হলে, চেন্নাইয়ের আম্পায়ারদেরই নিয়োগ করতেন তিনি। একটা সময় ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি। এটাকেই পরোক্ষ গড়াপেটা বলে। আমি এর প্রতিবাদ করতে শুরু করি। তখন উনি আমার উপর রেগে যান।' ললিত মোদীর এি মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।