শেষ আপডেট: 6th September 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ আইপিএল টুর্নামেন্টে কেএল রাহুলের নেতৃত্বে লখনউ সুপার জায়ান্ট একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছিল। এই মরশুমে প্লে-অফেও পৌঁছতে পারেনি সুপার জায়ান্ট। পাশাপাশি কেএল রাহুলের ব্যাটিং পারফরম্যান্স নিয়েও এই মরশুমে যথেষ্ট সমালোচনা হয়েছিল।
একটি ম্যাচ হারার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা রাহুলের উপর কার্যত ক্ষোভে ফেটে পড়়েছিলেন। প্রকাশ্যেই তিনি দলের অধিনায়কের উপর চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্ট। এই ম্যাচে লখনউ ১০ উইকেটে হেরে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে।
এই ভিডিয়ো দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা বলতে শুরু করেন যে এবার কেএল রাহুলের উচিত লখনউ সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়া। এবার এই বিতর্কে এল এক নয়া মোড়। লখনউ সুপার জায়ান্টের এক তারকা অলরাউন্ডার বিষয়টি নিয়ে মুখ খুললেন।
কেএল রাহুল এবং কৃষ্ণাপ্পা গৌতমের এই ঝামেলা বেশ অনেকদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সম্প্রতি ফের দুজনের দেখা হয়েছিল। সেখানে সঞ্জীব গোয়েঙ্কা বলেন যে কেএল রাহুল এলএসজি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য।
অন্যদিকে দলের তারকা অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম একটি ইন্টারভিউয়ে বললেন, 'ওই ম্যাচে আমরা যেভাবে হেরে গিয়েছিলাম, তা দেখে সঞ্জীব গোয়েঙ্কা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই-উতরাই থাকে। তবে কেএল রাহুল যথেষ্ট ধৈর্য্য সহকারে ওর কথাগুলো শোনেন।'
প্রসঙ্গত, এই ইন্টারভিউয়ে গৌতম ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা খেলোয়াড়, কারোর হয়েই কথা বলেননি। তাঁর কথায়, 'যেভাবে আমরা ওই ম্যাচটা হেরে গিয়েছিলাম, তাতে যে কেউ হতাশ হয়ে পড়বে। এই হারের পর উনিও যথেষ্ট দুঃখ পেয়েছিলেন। সেকারণেই এমন প্রতিক্রিয়া দেন।'
এই বিতর্কের আবহেই সঞ্জীব গোয়েঙ্কা সম্প্রতি কেএল রাহুলকে নিজের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর দুজনেই একে অপরকে আলিঙ্গন করেন এবং হাসিমুখে ছবি তোলেন। এরপর অনেকেই বলতে শুরু করেছেন যে তাঁদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। কেএল রাহুল ফের একবার লখনউ সুপার জায়ান্টের হয়েই খেলবেন।