শেষ আপডেট: 31st October 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের রিটেনশন তালিকা চূড়ান্ত করে ফেলেছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে চায় সেই তালিকা আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পাঁচটায় এই তালিকা প্রকাশ করা হবে।
২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে মেগা অকশনের আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। সেক্ষেত্রে সরাসরি রিটেনশন কিংবা আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে।
এই ৬ জনের মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড এবং দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করতে পারবে। পাঁচজন ক্যাপড ক্রিকেটার যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি, ১১ কোটি, ১৮ কোটি এবং ১৪ কোটি টাকা পাবে। অর্থাৎ ৭৫ কোটি টাকার বেশি তারা খরচ করতে পারবে না।
আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। তারা মোট তিনবার এই খেতাব জয় করেছে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের পর তৃতীয় সর্বাধিক সফল ফ্র্যাঞ্চাইজি হল কলকাতা।
এই বছর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করেছে। হেরেছে তিনটে ম্য়াচে। বৃষ্টির কারণে দুটো ম্য়াচ ভেস্তে গিয়েছিল। ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করে। এরপর প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জয় করে।
১. সুনীল নারিন
২. রিঙ্কু সিং
৩. বরুণ চক্রবর্তী
৪. হর্ষিত রানা (আনক্যাপড)
৫. রমনদীপ সিং (আনক্যাপড)