শেষ আপডেট: 30th October 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগে কেএল রাহুলকে নিয়ে একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্ট রাহুলের হাত ছাড়তে চায়নি। বরং, রাহুল নিজেই এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সঞ্জীব গোয়েঙ্কার এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নাকি রাহুলের মোটা অঙ্কের আর্থিক অফার দিয়েছিল। কিন্তু, সেই চুক্তি নাকচ করেন তিনি। গত তিন মরশুম লখনউকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। সেকারণে এই ফ্র্যাঞ্চাইজি মোটা অঙ্কের টাকা দিয়ে রিটেন করতে চেয়েছিল। কিন্তু, এই দলে থাকার আর কোনও ইচ্ছাই নেই রাহুলের।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, লখনউ সুপার জায়ান্টের হয়ে আর আইপিএল খেলতে চান না কেএল রাহুল। তিনি নিজেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে রাহুলের স্লো ব্যাটিংয়ের কারণে লখনউ ফ্র্যাঞ্চাইজি নাকি তাঁকে আর রিটেন করতে চাইছে না। সূত্রের খবর, লখনউয়ের রিটেনশন তালিকায় শীর্ষে ছিলেন কেএল রাহুল। ফ্র্যাঞ্চাইজি তাঁকে ১৮ কোটি টাকা দেওয়ার জন্যও প্রস্তুত ছিল। যদিও রাহুল জানিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগত এবং পেশাগত কারণে লখনউ ফ্র্যাঞ্চাইজির হয়ে আর খেলতে পারবেন না।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কেএল রাহুল যাবতীয় আটঘাট বেঁধেই লখনউ সুপার জায়ান্ট ছাড়তে চলেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে অ্যাপ্রোচ করেছে। এরমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের নামও রয়েছে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন রাহুল। যথেষ্ট ভাল পারফরম্য়ান্সও করেছিলেন। অন্যদিকে, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁকে নিতে চায়। অন্যদিকে, গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসও রাহুলকে নেওয়ার জন্য হাত বাড়াতে পারে। প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন লিস্ট বিসিসিআইয়ের হাতে তুলে দিতে হবে।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্ট একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। রাহুলের অধিনায়কত্বে দলটি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই বছর ১৪ ম্যাচের মধ্যে তারা মাত্র সাতটি ম্যাচই জিততে পেরেছিল। সমসংখ্যক ম্যাচেই তাদের আবার হারতে হয়। টুর্নামেন্টের শেষে তারা সপ্তম স্থানে নিজেদের দৌড় শেষ করে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটি ম্য়াচের শেষে কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ম্যাচে লখনউ ১০ উইকেটে হেরে গিয়েছিল। এরপর ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যায়, দলের অধিনায়কের উপর রীতিমতো রাগারাগি করছেন সঞ্জীব গোয়েঙ্কা।
It was clear that Sanjeev Goenka (LSG owner) will kick KL Rahul from the team from this day only ????????????????????????????????#IPLRetention pic.twitter.com/Czf5oPIgPf
— Vaibhav (@spideynation_) October 30, 2024
ওই ঘটনার পর অনেকেই আশঙ্কা করেছিলেন, রাহুল হয়ত আগামী মরশুমে লখনউয়ের 'নবাবী' সম্পর্ক ছিন্ন করতে পারেন। আর এখন তো অনেকেই দুইয়ে দুইয়ে চার করছেন। তাঁরা বলছেন, রাহুল নাকি সেই অপমান আজও ভুলতে পারেননি। আর সেকারণে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাবও নাকচ করেছেন।