শেষ আপডেট: 21st October 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স সমর্থকদের হতাশ করেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হেরে গিয়েছে। পাশাপাশি কেএল রাহুলের পারফরম্যান্স ইতিমধ্যে সমালোচনার কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই ম্যাচের দুটো ইনিংসেই ব্যাট হাতে ফ্লপ হয়েছেন রাহুল।
বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়াম আদতে কেএল রাহুলের ঘরের মাঠ। কিন্তু, তা সত্ত্বেও তিনি ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। আর সেকারণে ম্য়াচ শেষ হতে না হতেই টেস্ট ক্রিকেট থেকে রাহুলের অবসর নিয়ে সমালোচকরা সোচ্চার হয়েছেন। এই আবেদনের পিছনে অবশ্য একটি ভিডিও রয়েছে।
বেঙ্গলুরু টেস্ট ম্য়াচের পঞ্চম দিনের প্রথম সেশনেই পরাস্ত হয় ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ক্রিকেটার উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্র ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। ঠিক সেইসময় কেএল রাহুলকে পিচ স্পর্শ করতে দেখা যায়। কয়েকঘণ্টার মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখার পর ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা একথা বলতে শুরু করেন যে এবার বোধহয় কেএল রাহুল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চলেছেন। অনেকে তো আবার একথাও বলেন যে রাহুল নাকি তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেললেন। যদিও এই ব্যাপারে রাহুল কিংবা বোর্ডের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
প্রথম টেস্ট ম্য়াচের জোড়া ইনিংসেই কেএল রাহুল ফ্লপ হয়ে যান। প্রথম ইনিংসে তো তিনি খাতাই খুলতে পারলেন না। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ২ ম্য়াচের ৩ ইনিংসে ১০৬ রান করেছিলেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজেও রাহুলের ব্যাটে গর্জন শুনতে পাওয়া যায়নি। ২ ম্যাচে তিনি মাত্র ৩১ রান করেছিলেন।
এই পরিস্থিতিতে সকলেই মনে করছেন, দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কেএল রাহুলের জায়গা নাও হতে পারে। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হতে পারে শুভমান গিলকে। প্রথম টেস্টে শুভমানের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার সরফরাজ খানকে। দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করে তিনি নিজের জায়গা পাকা করে ফেলেন। এবার রাহুলের মাথাতেই যে খাঁড়া ঝুলছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।