শেষ আপডেট: 22nd March 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: আজ (শনিবার) সন্ধ্যায় আইপিএলের (IPL) পর্দা উঠছে, তবে শুরুর আগেই বড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। প্রথম দুই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul) নাও থাকতে পারেন। যদিও চোট বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে নয়, বরং ব্যক্তিগত কারণেই তিনি মাঠের বাইরে থাকতে পারেন বলে খবর।
রাহুলের দলে না থাকার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান মহিলা দলের অধিনায়ক এবং মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। 'LiSTNR Sport' ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “দিল্লি ক্যাপিটালসের জন্য শুরুর দিকের ম্যাচগুলো বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। হ্যারি ব্রুক নেই, তার পরিবর্তে কাকে খেলানো হবে তা নিয়ে কৌতূহল রয়েছে।
টিমে কেএল রাহুল থাকলেও, মনে হচ্ছে প্রথম দুই ম্যাচে তিনি নাও খেলতে পারেন। কারণ, রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। রাহুল দুর্দান্ত ক্রিকেটার, টি-টোয়েন্টিতে তাঁর আগ্রাসী ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে তাঁর পরিবর্তে কে সুযোগ পায়, তা দেখতে বেশ আকর্ষণীয় হবে।”
সূত্রের খবর অনুযায়ী, আথিয়া শেট্টির ডেলিভারি মার্চের শেষ সপ্তাহে হওয়ার কথা। সে সময় স্ত্রীর পাশে থাকার জন্যই দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছেন রাহুল। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাদের অভিযান শুরু করবে ২৪ মার্চ, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এটি রাহুলের জন্য বিশেষ ম্যাচ হতো, কারণ লখনউ তার পুরনো দল। তবে বর্তমান পরিস্থিতিতে মনে করা হচ্ছে, আইপিএলের প্রথম দুই ম্যাচে তাঁকে দেখা নাও যেতে পারে।