শেষ আপডেট: 29th October 2024 14:42
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে সেই জল্পনার তালিকায় শীর্ষে রয়েছেন কেএল রাহুল। শোনা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। এমনকী, তাঁকে নাকি দলের অধিনায়ক পদেও বসানো হতে পারে।
লখনউ সুপার জায়ান্টস যে কেএল রাহুলকে রিলিজ করতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। দলে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর জাহির খান তাঁকে রিটেন করার ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেননি। গত কয়েকটা মরশুমে রাহুলের যে লো স্ট্রাইক রেট ছিল, সেটাই তাঁকে রিটেন করার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজকে রিটেন করতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। পাশাপাশি যশ দয়ালকেও অষ্টাদশ আইপিএল মরশুমে রিটেন করতে পারে আরসিবি।
রেভস্পোর্টসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, কেএল রাহুলের জন্য ঝাঁপাতে পারে আরসিবি। যদি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিক একটা লক্ষ্য সেট করতে পারে, তাহলে তাঁকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরবর্তী অধিনায়ক ঘোষণা করা হতে পারে।
শোনা যাচ্ছে, আসন্ন নিলাম অনুষ্ঠানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঋষভ পন্থ কিংবা ঈশান কিষানের জন্য ঝাঁপাতে পারে। কয়েকটি রিপোর্ট থেকে জানতে পারা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ককে রিটেন করতে চায় না। একই কথা প্রযোজ্য ঈশান কিষানের জন্যও। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স শিবির ছাড়তে পারেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপাতত একজন নতুন অধিনায়ক খুঁজছে। ফাফ ডু প্লেসি ইতিমধ্যেই ৪০ বছরে পা রেখেছে। আপাতত ম্যানেজমেন্ট এমন একজন অধিনায়ককে চাইছে যিনি লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন।
প্রসঙ্গত, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন রাহুল। তিনি ৩৭.৯০ ব্যাটিং গড়ে মোট ৪১৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫.২৯।
লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দেওয়ার আগে কেএল রাহুল সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের হয়েও অধিনায়কত্ব করেছেন। ২০২২ এবং ২০২৩ সালে লখনউকে তিনি প্লে-অফেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু, গত মরশুমে তিনি একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেননি।