শেষ আপডেট: 21st September 2024 13:37
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দল আপাতত চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। এই টেস্ট ম্যাচে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। তবে হতাশও করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আর চেন্নাই টেস্টে খারাপ ব্যাটিং পারফরম্যান্সের পর এই হতাশার তালিকায় নাম লিখিয়েছেন কেএল রাহুলও।
চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে কেএল রাহুল একেবারে নজর কাড়তে পারেননি। যদিও দ্বিতীয় ইনিংসে তাঁর সামনে এখনও পর্যন্ত ব্যাট করার সুযোগ আসেনি। যদি দ্বিতীয় ইনিংসে তিনি বড় রান করতে পারেন, তাহলে খেলা ঘুরে যেতে পারে। একবার সুযোগ এলে রাহুল অবশ্যই তা হাতছাড়া করতে চাইবেন না। আর এই সুযোগ তিনি যদি কাজে না লাগাতে পারেন, তাহলে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে তাঁর নাম বাদ পড়তে পারে। রাহুলের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে সুযোগ দিতে পারেন রোহিত শর্মা।
চেন্নাই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কেএল রাহুলের থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যথেষ্ট প্রত্যাশা ছিল। কিন্তু, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। প্রথম ইনিংসে ৫২ বল খেলে তিনি মাত্র ১৬ রান করেছেন। মেহদি হাসান মিরাজ রাহুলকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। সবথেকে বড় কথা, রাহুল এমন একটা সময় প্যাভিলিয়নে ফিরে যান, যখন টিমে তাঁকে সবথেকে বেশি দরকার ছিল।
তবে দ্বিতীয় ইনিংসে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ ছিল রাহুলের সামনে। তিনি ২২ রানে অপরাজিত থাকেন। যদিও ইতিমধ্যে তিনি চারটে বাউন্ডারি হাঁকিয়েছেন। কিন্তু, ৫১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই পরিস্থিতিতে আগামী টেস্টে রাহুলের ভবিষ্যত যে অনিশ্চিত, তা বলা যেতেই পারে।
আশা করা হচ্ছে, কেএল রাহুলের জায়গায় সরফরাজ খানকে সুযোগ দেওয়া হতে পারে। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সরফরাজ খান যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন। এই সিরিজে ৫০-এর ব্যাটিং গড়ে তিনি মোট ২০০ রান করেছিলেন। এই পরিস্থিতিতে রোহিত ভারতীয় ক্রিকেট দলের লোয়ার মিডল অর্ডারকে আরও মজবুত করার জন্য সরফরাজ খানকে প্লেয়িং ইলেভেনে নিয়ে আসতে পারেন।
২০২৪ আইপিএল টুর্নামেন্টের পর থেকেই কেএল রাহুলের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, প্রথম ম্যাচে তিনি মাত্র ৩১ রান করেন। আর দ্বিতীয় ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি। ২০২৪ দলীপ ট্রফির প্রথম রাউন্ডেও রাহুলের ব্যাট শান্তই ছিল।